6/recent/ticker-posts

আজ সপ্তমী পূজা-- ভোলার ১০২ মন্ডপে সকাল থেকে চলছে নানা আয়োজন

শ্রী শ্রী রাগবিন্দ জিউর মন্দির স্বর্গীয় অজিত গুহর মাঠ সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, ওয়ের্ষ্টার্ন পাড়া পূজা মন্ডপের দূর্গা প্রতিমা।

গোপাল চন্দ্র দে ॥

আজ ২৭ সেপ্টেম্বর ১০ আশ্বিন (বুধবার) সকাল থেকেই মন্ডপে মন্ডপে চলছে সপ্তমী পূজোর  নানান আয়োজন।


 দেবী দুর্গার আমন্ত্রন ও অধিবাস (ষষ্ঠী পূজা)’র মাধ্যমে গতকাল ২৬ সেপ্টেম্বর ৯ আশ্বিন (মঙ্গলবার) সন্ধ্যায় শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা। প্রশাসনের পক্ষ থেকে ৪ স্তরের নিরবিচ্ছিন্ন নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করা হয়েছে ।

শ্রী শ্রী রাগবিন্দ জিউর মন্দির স্বর্গীয় অজিত গুহর মাঠ সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, ওয়ের্ষ্টার্ন পাড়া  মন্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ভোলার জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন।

এরআগে গতকাল ২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় একযোগে ওয়ের্স্টার্ন পাড়া থেকে জেলার ১০২টি পুজা মন্ডপের পূজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক মো: সেলিম উদ্দিন। এ সময় পুলিশ সুপার মোকতার হোসেন, আভি জেলা কমান্ড্যান্ট জানে আলম সুফিয়ান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, সাধারন সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, সদর কমিটির সভাপতি শান্ত ঘোষ, সম্পাদক জয় দে প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে পূজো উপলক্ষ্যে মন্ডপগুলো সেজেছে বর্নিল সাজে। মানুষের মনের কোনে লেগেছে রঙ মা এসছে যে। তাই ভিড় বিপনী বিতান গুলোতে। গভীর রাত পর্যন্তও কেনা-বেচা চলছে শপিং -মল গুলোতে।

অন্যদিকে আজ সপ্তমী পূজা উপলক্ষ্যে সকাল থেকে মন্ডপে মন্ডপে চলছে পূজা পাঠ, মায়েল অর্চণা সহ নানা আয়োজন।

Post a Comment

0 Comments