6/recent/ticker-posts

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৫ জেলে আটক॥ ২ জনের ১ বছর কারাদন্ড


আদিল হোসেন তপু ॥ 
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে  ভোলায়  মেঘনা নদী থেকে ৫ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ২ জেলেকে ১ বছর  করে কারাদন্ড ও ৩ জনকে ১ মাস করে কারাদন্ড  দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


৩ অক্টোবর (সোমবার) উপজেলা মৎস প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এর নিবাহী মেজিস্ট্রেট,কোষ্ট গার্ড ও পুলিশ এর রাত ভর যৌথ অভিযান চালিয়ে  তাদেরকে আটক করা হয়। আটক কৃতরা হলেন- পারভেজ,ফারুক,আকতার,কামাল,ও সবুজ। এদের মধ্যে পারভেজ ও ফারুককে ১ বছর করে কারাদন্ড প্রদান করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

উপজেলা  মৎস কর্মকর্তা  আসাদুজ্জামান জানায় ,মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে ৫ জেলে  আটক করি । পরে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মৃধা মো: মোজাহিদুল ইসলাম ও জেলা প্রশাসন এর নির্বাহী মেজিস্ট্রেট আব্দুল মান্নান  নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে  মোবাইল কোর্ট পরিচালনা করে তাদেরকে এই রায় দেন। 

Post a Comment

0 Comments