6/recent/ticker-posts

ভোলায় তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু


গোপাল চন্দ্র দে,ভোলা প্রতিনিধি।।

ভোলায় শুক্রবার বিকেলে বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে শুরু হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা।   ভোলা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন বেলুন উড়িয়ে তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন ও পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন বক্তৃতা করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার সিকদারসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মাঠে একটি ডেসপ্লে প্রদর্শণ করা হয়। রবিবার এ মেলার সমাপ্তি ঘটবে। তিন দিনের এ মেলায় সাংস্কৃতিক সন্ধ্যায় আয়োজন করা হয়েছে নাচ, গান, কবিতা আবৃত্তি, নাটক, কৌতুক, জাদু প্রদর্শণসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। সরকারের ডিজিটাল বাংলাদেশের সাফল্য ও দেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম জনগনের মধ্যে অবহিত করণের লক্ষে এ মেলার আয়োজন করে। মেলায় মোট ৮০টি স্টল রয়েছে।
 

Post a Comment

0 Comments