গোপাল চন্দ্র দে,ভোলা প্রতিনিধি ॥
গতকাল ৯ জানুয়ারী (রবিবার) ইফছুফ (২২) নামের এক মাদক ব্যাবসায়ীকে ৫০ পিছ ইবাবা সহ আটক করেছে পুলিশ।
গতকাল গোপন সূত্র মতে ভোলা থানার এএসআই জসিম ও শান্তনুর নেতৃত্বে পুলিমের একটি টিম রাত ১০ টা ৩০মিনিটে পরানগঞ্জ এলাকার হালিমা খাতুন এলকায় অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবা সহ ইউছুফকে আটক করেন।
ইউছুফ উক্ত এলাকা পূর্ব ইলিশা ৮নং পরানগঞ্জ এ বসবাস রত দুলাল মোল্লা এর ছেলে।