বিএনপি -জামাতের নৈরাজ্য ঠেকাতে ভোলার রাজপথে আওয়ামীলীগ


এম মইনুল এহসান ॥
ভোলায় বিএনপি জামাতের নৈরাজ্য-বিশৃঙ্খলা মোকাবেলা করতে  ভোলার রাজপথে অবস্থান নিয়েছে  ভোলা জেলা আওয়ামীলীগ নেত্রীবৃন্দ। শনিবার (১ সেপ্টেম্বর) সকালে ভোলা শহরের বিভিন্ন  পয়েন্টে অবস্থান করেন তারা। 

১ সেপ্টম্বর শনিবার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার রাতে ভোলা সদর রোডে মিছিল বের করে  বিএনপি। এসময় তারা পুলিশকে লক্ষ করে বোমা ছোড়ে । এ ছাড়াও ভোলা শহর ও বিভিন্ন এলাকায় বোমা মেরে আতঙ্ক  সৃষ্টির চেষ্টা চালায় বিএনপি । ঘটনায় আতঙ্ক ছড়ায় বিভিন্ন  স্থানে । এ কারনে জনসাধারনের নিরাপত্তা, ভোলাতে  সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবেলায়  ভোলার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় ভোলা জেলা আওয়ামীলীগ। শনিবার বেলা ১২টার দিকে  কালিনাথ রায় বাজার ব্রিজ সংলগ্ন বকুল তলা মসজিদ এলাকার গোল চত্বরে পথ সভা করে  ভোলা জেলা আওয়ামীলীগ।
 এসময়  ভোলা জেলা লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল  ইসলাম নকিব বলেন, যদি ভোলায় কোন রকমের বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয় তাহলে কাউকে ছার দেওয়া হবে না।

 জেলা আওয়ামীলীগের  সাংগঠনিক  সম্পাদক ও সদর  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ বলেন, ভোলার আওয়ামীলীগ ঐক্যবদ্ধ এবং আগের চেয়ে অনেক বেশী শক্তিশালী। তাই যে কোন প্রকার নৈরাজ্য সৃষ্টির  চেষ্টা  করা হলে তা মেনে নেওয়া হবে না। আমরা  বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের  নির্দেশে মানুষের যানমাল নিরাপত্তার জন্য আমাদের বিভিন্ন সংগঠকে নিয়ে আমরা রাজপথে আছি এবং থাকবো।
এসময় ভোলা জেলা আওয়ামীলীগ ,শ্রমিকলীগ , যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোলার বকুলতলা মসজিদ মোড়ে জনসভায় বক্তব্য রাখছেন ভোলা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন