গোপাল চন্দ্র দে॥
ভোলায় ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি (জন্মঅষ্টমী) উদযাপন উপলক্ষ্যে বর্নাঢ্য আয়োজন হাতে নিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলা জেলা শাখা। বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করবেন ভোলা-১ এর সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।
আজ ২ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৩টায় পবিত্র এ দিনটি উপলক্ষ্যে বাংলাস্কুল মাঠের ভাসানী মঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। ঠিক তার পূর্বে অনুষ্ঠিত হবে বর্নাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি ভাসানী মঞ্চ থেকে বের হয়ে শহর প্রদক্ষিন করার কথা রয়েছে। ভোলার ৭ উপজেলা থেকে সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহন করেবে বলে জানায় পূজা উদযাপন পারিষদ ভোলার সম্পাদক বাবু গৌরাঙ্গ চন্দ্র দে।
এদিকে প্রশাসন ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে বলে জানায় পুলিশ সুপার মোকতার হোসেন।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ ও সম্পাদক বাবু গৌরাঙ্গ চন্দ্র দে এর নেতৃত্বে জন্মঅষ্টমীর অনুষ্টানে সকল সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিত হওয়ার জন্য শনিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গনসংযোগে নামেন জেলা ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবন্দ।