উদ্বোধন করবেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ॥ জন্মঅষ্টমী উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের গনসংযোগ


গোপাল চন্দ্র দে॥
ভোলায় ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি (জন্মঅষ্টমী) উদযাপন উপলক্ষ্যে বর্নাঢ্য আয়োজন হাতে নিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলা জেলা শাখা। বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করবেন ভোলা-১ এর সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।

আজ ২ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৩টায় পবিত্র এ দিনটি উপলক্ষ্যে বাংলাস্কুল মাঠের ভাসানী মঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। ঠিক তার পূর্বে অনুষ্ঠিত হবে বর্নাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি ভাসানী মঞ্চ থেকে বের হয়ে শহর প্রদক্ষিন করার কথা রয়েছে। ভোলার ৭ উপজেলা থেকে সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহন করেবে বলে জানায় পূজা উদযাপন পারিষদ ভোলার সম্পাদক বাবু গৌরাঙ্গ চন্দ্র দে।

এদিকে প্রশাসন ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে বলে জানায় পুলিশ সুপার মোকতার হোসেন।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ ও সম্পাদক বাবু গৌরাঙ্গ চন্দ্র দে এর নেতৃত্বে জন্মঅষ্টমীর অনুষ্টানে সকল সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিত হওয়ার জন্য শনিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গনসংযোগে নামেন জেলা ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন