6/recent/ticker-posts

ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিবের ভোলায় মন্দির পরিদর্শন


স্টাফ রিপোর্টার।।
ভোলায় শ্রী শ্রী করুনাময়ী কালী মাতার মন্দির পরিদর্শন করলেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায়ের প্রকল্প পরিচালক রঞ্জিৎ কুমার দাস।
আজ ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে ভোলার ১নং ওয়ার্ডে অবস্থিত এই মন্দির পরিদর্শনে আসেন তিনি।
মন্দির কর্তৃপক্ষ তাকে ফুল দিয়ে বরন করে নেয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় যেখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব রঞ্জিৎ কুমার দাস।
এসময় মন্দির কমিটির উপদেষ্টা মাধব চন্দ্র দে এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাশ নন্দী, সমাজ সেবক দেবাশীষ কুমার সাহা। 
এসময় তিনি বলেন, হিন্দু ধর্মালম্বী শিশুদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতেই সরকারের এই প্রাথমিক ও গন শিক্ষা কেন্দ্র। আপনারা আপনাদের সন্তানদের গীতা শিক্ষা দেন। মনে রাখবেন ধর্মীয় শিক্ষা যার মধ্যে থাকবে ধর্ম সম্পর্কে জেনে যে বড় হবে সে কখনোই কোন প্রকার খারপের সাথে জড়িত হবে না। তার থেকে সমাজ দেশ রাষ্ট্র সব সময় ভালো কিছুই প্রত্যাশা করবে।
এসময় মন্দির সংস্কারের জন্য অর্থ সংস্থানের তিনি তার সর্বাত্তক সহায়তা করবেন বলে কথা দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন স্ত্রী  বিজয়া দাস।
উপস্থিত সকলের সমাবেত শ্লোক পাঠের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।


Post a Comment

0 Comments