ভোলায় ইসতেমা ময়দানে প্রায় ৫লক্ষ মুসল্লির নামাজ আদায়


গোপাল চন্দ্র দে,ভোলা প্রতিনিধি ॥

ভোলায় ইসতেমা ময়দানে প্রায় ৫ লক্ষ লোক জুম্মার নামাজ আদায় করেন। ৫ জানুয়ারী (বৃহস্পতি বার) থেকে ভোলার উত্তর দিঘলদি এলকায় শুরু হয়েছে বিশ^ ইসতেমা ভোলার পর্ব যা চলবে গতকাল ৭ জানুয়ারী (শনিবার) পর্যন্ত।

আজ ৬ জানুয়ারী (শুক্রবার) ইসতেমা মাঠে নামাজ আদায় করার জন্য ভিড় করেন প্রায় ৫ লক্ষ মুসল্লি। তারা এক জামাত নামাজ আদায় করেন।

ইসতেমাকে কেন্দ্র করে স্থানীয় লোক জনের হয়েছে কর্ম-সংস্থান তারা সেখানে বিভিন্ন দোকান, খাবার দোনান, গাড়ি পাকিং ও থাকার জায়গা দিয়ে তরা জীবিকা অর্জন করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন