নানান সমস্যা নিয়ে বসবাস করছে ভোলার ডোমেরা।



গোপাল চন্দ্র দে,ভোলা প্রতিনিধি।।

তারা পাচ্ছে না তাদের স্বাস্থ্য সেবা, বিদ্যুৎ ও পানি তাদের আর্থিক অবস্থা ভাল না , চাকরি ঠিক মত পাচ্ছে না ইত্যাদি সমস্যার কথা বলেছেন তারা।

ডোম কলনির ডোমেরা পাচ্ছে না তাদের চাহিদা মত সুবিধা তারা তাদের স্বাস্থ্য সেবা ঠিক মত পায় না তাদের আর্থিক অবস্থ্যা ও অনেক খারাপ।  পৌরসভায় চাকরি করে তারা মাত্র ১৫০০ টাকা মাসিক বেতন পান এ অল্প বেতনে তারা তাদের খরচ ঠিক মত চালাতে পারে না। শিক্ষিত ছেলেরা আর্থিক সমস্যার কারনে কলেজে ভর্তি হতে পারে না এর ফলে সৃষ্টি হচ্ছে শিশু শ্রমের। কলনির বেশ কিছু ঘর পরিত্যাক্ত অবস্থায় থাকা সত্ত্বে ও এগুলো মেরামত করা হচ্ছে না। বয়স্ক ভাতা, বিধাবা ভাতা , প্রতিবন্ধী ভাতা, উপবৃত্তি তারা ঠিকমত পায় না । চাকরির জন্য কোঠা থাকা সত্ত্বে ও তারা ঠিকমত চাকরি পায় না । সামাজিক বৈসম্যের কারনে অনেক যুবক শিক্ষিত হওয়া সত্ত্বে ও কোনো চাকরি পাচ্ছে না যার ফলে বেকার জীবন যাপন করছে তারা । ডোম কলনির লোকেরা বিদ্যুত ঠিক মতো পায়  না  ও পানি ও ঠিক মত পায় না   এবং তাদের ঘর ভাড়া দিয়ে থাকতে হয় ।  ডোম কলনির সভাপতি মানিকলাল ডোম বলেছেন তিনি এসব বিষয় নিয়ে অনেক বার অভিযোগ করার পরে ও তাদের অবস্থার কোন পরিবর্তন হয় নাই। এবং তিনি বলেছেন তারা এ সমস্যার মধ্যে অনেক দিন ধরে জীবন যাপন করছেন। অনেক বার অভিযোগ করার পর ও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন