গোপাল চন্দ্র দে,ভোলা প্রতিনিধি।।
ভোলায় অবৈধ ভাবে স্পিড বোড চলাচল বন্ধ সহ জেলার বিভিন্ন কর্মকান্ড নিয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।
আজ সকাল ১১টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে জেলা প্রশাসক মোহং সেলিম উদ্দিনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় ভোলার সাম্প্রতিক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। পরে সভায় কমিটির সদস্য গন সাপ্রতিক নানা ঘটনাকে কেন্দ্র করে অবৈধ ভাবে চলাচলকারী স্পিড বোড সহ বিভিন্ন বেপোরয়া যানবাহন আইনের আওতায় নিয়ে এসে চলাচল করার পরামর্শদেওয়া হয়।
এসময় জেলা প্রশাসক সেলিম উদ্দিন বলেন এবার ভোলায় মামলার হার কম ও পুলিশ সুপারের নেতৃত্বে মাদকের উপর অভিযান এর কারনে আশাকরি খুব দ্রুত ভোলা মাদক মুক্ত হবে।
এসময় সভায় উপস্থিত ছিল ভোলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।