ভোলায় রেড ক্রিসেন্টেরে অায়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

গোপাল চন্দ্র দে,ভোলা প্রতিনিধি ॥

“দুর্যোগে প্রস্তুতি সারাক্ষন,আনবে টেকসই উন্নয়ন” এ স্লোগানকে সামনে রেখে  ভোলায় জাতীয়  দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও ভোলা জেলা প্রশাসন পৃথক পৃথক ভাবে বনার্ঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের  বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এসে রেড ক্রিসেন্ট সোসাইটি ভবনে সামনে এসে  শেষ হয় । পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান ও  জেলা পরিষদ এর চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।
এসময় আরো বক্তব্য রাখেন ভোলা জেলা মুক্তিযুদ্ধা সংসদের ডেপুটি  কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারন সম্পাদক মো: আজিজুল ইসলাম, নিবার্হী সদস্য  আনোয়ার হোসেন,ফেরদৌউস আহমেদ, ইউনিট লেভেল অফিসার  তরিকুল ইসলাম মিলন,  ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় ( বাংলা স্কুল) এর প্রধান শিক্ষক মেহেদী হাসান, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়  এর সহকারী শিক্ষক মাকসুদুর রহমান, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়  সহকারী শিক্ষক কামরুজ্জামান, রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন  সদস্য ও নলীনি দাস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকা মশরিন আক্তার, সহকারী প্রকল্প কর্মকতার্
 (ভিটুআর) সাইদুর রহমান, ( ইউপিও)মিজানুর রহমান যুব প্রধান আদিল হোসেন তপু, সহকারী যুব প্রধান- মো: আনোয়ার হোসেন, আলী আহম্মেদ বাহাদুর প্রমুখ।
পরে ইউনিট অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন বাংলাদেশ একটি  দুযোর্গ প্রবন দেশ। তাই আমাদের সব সময় দুযোর্গ মোকাবেলায় প্রস্তুতি নিয়ে থাকতে হবে। এতে যেকোন দুযোর্গ আসলে  আমরা খুব সহজেই তা মোকাবেলা করতে পারবো। ফলে আমাদের ক্ষয় ক্ষতি কম হবে।
 বক্তারা আরো বলেন দুযোর্গ মোকাবেলায় স্কুল কলেজর শিক্ষার্থীদের প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে।  


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন