গোপাল চন্দ্র দে:
ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট থেকে অভিযান চালিয়ে ৩ হাজার ৪শত পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকাল ৫টায় পুলিশ সুপার মো: মোক্তার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আটককৃত ব্যক্তির নাম এমদাদুল হক। তার বাড়ি পিরোজপুর জেলায়। সে গৌরিপুর উপজেলার পাইপখালী গ্রামের মনসুর আলী হাওলাদারের ছেলে।
পুলিশ সুপার জানান, সোমবার সকালে লক্ষীপুর থেকে লঞচযোগে ভোলার ইলিশা ফেরিঘাটে এসে নামে। এ সময় সন্দেহ জনকভাবে তাকে তল্লাসী করলে তার কাছে একটি শপিং ব্যাগ থেকে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।