ভোলায় আনসার বাহিনীর দক্ষতায় রক্ষা পেল যাত্রী


ভোলা টুডে রিপোর্ট॥
ভোলায় আনসার বাহিনীর সহযোগিতায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন এক যাত্রী।

রবিবার সন্ধ্যা ৭.২০ মিনিটে ভোলার ইলিশার নিকটবর্তী উত্তাল মেঘনা নদীতে ভোলা হতে ঢাকাগামী এম ভি ক্রিস্টাল ক্রুজ লঞ্চ হতে একজন যাত্রী নদীতে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে উক্ত লঞ্চে দায়িত্বরত আনসার কমান্ডার মোঃ জসিম উদ্দিন তাৎক্ষনিকভাবে লঞ্চের মাস্টারকে লঞ্চটি থামানোর নির্দেশ দেন এবং টর্চ জ্বালিয়ে নদীতে পড়ে যাওয়া যাত্রীর অবস্থান সনাক্ত করে একটি বয়া তার দিকে ছুড়ে মারেন। উক্ত যাত্রী বয়াটি ধরতে সক্ষম হন। পরে আনসারগন লঞ্চের স্টাফদের সহযোগিতায় নদী হতে উক্ত যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হন।



পরে জানা যায় উক্ত যাত্রীর নাম মোঃ শাহিন (৩০)। তিনি ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের বাসিন্দা।

এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। উক্ত যাত্রীর বর্তমান অবস্থার কথা জানতে চাইলে আনসারগণ আমাদের জানান তিনি সম্পূর্ন সুস্থ্য রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন