শপথ নিলেন রাজাপুর ইউনিয়নের পুনরায় ভোট গণনায় বিজয়ী ইউপি চেয়ারম্যান মিজান খা


ভোলা টুডে রিপোর্ট॥
ভোলার অলোচিত রাজাপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ১৯ মাস পর পুনরায় ভোট গণনায় বিজয়ী  ইউপি চেয়ারম্যান হিসেবে গতকাল রোববার শপথ নিলেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোঃ মিজান খা। সকালে জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন তাকে শপথ পড়ান।



এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহামুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মৃধা মুজাহিদুল ইসলাম, দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন পাটোয়ারী, সম্পাদক আব্ধুল মন্নানসহ ইউপি মেম্বার ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। ওই ইউনিয়নে গত বছরের ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন বিভিন্ন কেন্দ্র ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশেল গুলিতে নিহত হয় একজন। ওই দিন উত্তেজনাপূর্ন ওই পরিবেশে কেন্দ্র এলাকায় প্রথম ভোট গণনায় ৭৭ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন রেজাউল হক মিঠু চৌধুরী। নির্বাচন ট্র্ইাবুনালে ফের ভোট গণননার দাবি জানিয়ে আবেদন করেন প্রতিদ্বিন্দ্বী আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী মোঃ মিজান খা।

এ বছরের ১ মার্চ ট্রাইবুন্যালের পুন ভোট গণনায় দেখা যায়, মিঠু চৌধুরী থেকে ১২৩ ভোট বেশি পেয়েছেন মিজান খা। ওই রায়ের বিরুদ্ধে মিঠু চৌধুরী আপিল করলে হাইকোর্ট  ৬ মাসের স্থগিতাদেশ দেন। পরে মিজান খার রিটের কারনে সুপ্রিম কোর্টের চেম্বার ব্রেঞ্জ নি¤œ আদালত ও ট্রাইবুনালের রায় বহাল রাখেন। একই সঙ্গে নির্বাচন কমিশনকে পুনারায় গ্রেজেট প্রকাশ করার নির্দেশ দেন। নির্বাচন কমিশন গ্রেজেট প্রকাশ করায় রোববার ১৯ মাস পরে শপথ নেন মিজান খা। পরে এলাকায় আনন্দ মিছিল করেন মিজান খা সমর্থিত ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম জানান, এটা আমাদের দলের জন্য বড় বিজয়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ মিজান খা কে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন