6/recent/ticker-posts

ভোলায় পূজা উদযাপন পরিষদের সাথে বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের মতবিনিময় অনুষ্ঠিত


গোপাল চন্দ্র দে ॥
ভোলায় পূজা উদযাপন পরিষদের আয়োজনে আসন্ন শারদীয় দূর্গা উৎসব উপলক্ষ্যে বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
আজ ৪ সেপ্টেম্বের (সোমবার) সন্ধ্যায় মন্ত্রীর গাজীপুর রোডস্থ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন সব পূজা মণ্ডপের প্রতিনিধি। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, সম্প্রীতির বন্ধন দৃঢ় থাকায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মন্ত্রী ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি সরকারের আমলের নারকীয় কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, ‘বিএনপি যে অত্যাচার-নির্যাতন ধংসাত্মক কাজ করেছে আমরা কোনো প্রতিশোধ নিইনি। আমরা সহনশীল অবস্থানে থেকে দেশ পরিচালনা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে।তোফায়েল আহমেদ বলেন, ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশে কোনো হানাহানি নেই। মানুষ ভালো আছে। অর্থনৈতিকভাবেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সময় মন্ত্রী সবার কাছে জানতে চান, আপনাদের কোনো অসুবিধা আছে কিনা। ভালো আছেন কিনা। ব্যবসা-বাণিজ্য কেমন চলছে।

খোলামেলা ওই আলোচনায় হিন্দু সম্প্রদায়ের নেতারা অংশ নেন। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী প্রতি মণ্ডপের জন্য ৪০ হাজার টাকা করে বরাদ্দ দেয়ার ঘোষণা দেন। প্রতিশ্রুতি দেন সরকারি বরাদ্দ বাড়ানোর। মতবিনিময়ে জেলা উপজেলার বিভিন্ন পূজা কমিটির শতাধিক প্রতিনিধি অংশ নেয়।


মতবিনিময় সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, সহ-সভাপতি সমীর কান্তি দাস বিকাশ চন্দ্র মজুমদার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্ত ঘোষ, সম্পাদক জয় দে প্রমুখ

Post a Comment

0 Comments