গোপাল চন্দ্র দে॥
ভোলা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের পুজা মন্ডপ পরিদর্শন এবং অনুদান প্রদান করা হয়েছে।
আজ (২৭ সেপ্টেম্বর) বুধবার রাতে ঐক্য পরিষদের আহবায়ক অবিনাশ নন্দি এবং সদস্য সচিব ধ্রুব হালদারের নেতৃত্বে ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ ভোলা সদরের বেশ কয়েটি মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তারা মন্ডপ কমিটির সাথে মতবিনিময় করেন। শান্তিপূর্ন পরিবেশে সনাতন ধর্মালম্বিদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে সকল ধরনের সহযোগীতার আশ্বাস দিয়েছেন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবু কর্মকার, গোপাল সাহা, প্রবীর রায়, অসীম সাহা, দুলাল চন্দ্র ঘোষ, লক্ষণ বর্নিক, চন্দ্র শেখর দে আপন, অসীম আচায্য শান্ত, ছোটন সাহা, মৃনাল কান্তি দাস, সুজন কর্মকার, নারায়ন দাস, দিলিপ ঘোষ, লক্ষন দাস, মলয় সাহা, মাখন দাস, দিপু রায়, অশোক দে, সঞ্জয় দে, শাওন দাস প্রমুখ।
ঐক্য পরিষদের নেতৃবৃন্দ শহরের মোনালিসা, দেবেন্দ্র কাহলী, ওয়েস্টার্ন পাড়ার দুটি, মদনমোহন, পাচ তহবিল, লক্ষী গেবিন্দ, বীরেন্দ্র রায়, বৌদ্ধ বাড়ি, বাপ্তা ভদ্র বাড়ি,কালীমন্দির সহ ২৫ টি মন্ডপ পরিদর্শন করেন এবং পুজা সকল মন্ডপের খোজখবর নেন।