গোপাল চন্দ্র দে ॥
ভোলায় এস.আর.এস.সি.পি.এস কার্যক্রম, হিন্দুধর্ম কল্যান ট্রাস্ট, ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের বাস্তবায়নে ভোলার মদন মোহন ঠাকুর জিউর মন্দিরে ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়া ৩দিন ব্যাপী ১ম ও ২য় ব্যাচের “ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধি করন” শীর্ষক প্রকল্পের আওতায় “হিন্দু আইন ও পূজা পদ্ধতি” বিষয়ে প্রশিক্ষন সমাপ্ত হয়েছে।
আজ ৯ সেপ্টেম্বর (শনিবার) সকালে ৩দিন ব্যাপী এ প্রশিক্ষন কোর্সের সমাপনী উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠান ও সার্টিফিকেট বিতরন করা হয়।

অনুষ্ঠানে এস.আর.এস.সি.পি.এস কার্যক্রম, প্রকল্প কর্মকর্তা, বরিশাল আঞ্চলিক কার্যালয় শ্রীমতি চম্পা সেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক ও হিন্দুধর্ম কল্যান ট্রাস্ট জেলা প্রতিনিধি বাবু গৌরাঙ্গ চন্দ্র দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক অভিনাশ নন্দী, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক যুগান্তর জেলা প্রতিনিধি অমিতাব রায় অপু, ভোলা সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ সম্পাদক জয় দে, মদন মোহন ঠাকুর জিউর মন্দিরের সম্পাদক বিপ্লব পাল কানাই।

এছাড়া উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের গন-সংযোগ সম্পাদক মিঠু দে সহ ২ ব্যাচরে ৫০ জন প্রশিক্ষনার্থী ঠাকুর ও সেবাইতরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ প্রশিক্ষন থেকে আপনারা যা শেখেছেন তা ছড়িয়ে দেবেন। এছাড়া বক্তারা পুরোহিত ও সেবাইতদের আহবান জানান হিন্দু ধর্মকে সংস্কার করে ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।