ভোলায় ১ হাজার কেজি ইলিশ জব্দ


ভোলা টুডে রিপোর্ট ॥ 
ভোলা শহরের খেয়াঘাট এলাকায় অবৈধভাবে বহনকালে ১ হাজার  কেজি ইলিশ জব্দ করেছে  কোস্টাগার্ড দক্ষিণ জোনের একটি দল। এ সময় একটি নসিমনও জব্দ করা হয়।


২ অক্টোবর (সোমবার) দুপুরে এ অভিযান চালানো হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের  একটি দল অভিযানে নামে। এ সময় খেয়াঘাট এলাকা থেকে একটি নসিমনসহ ১ হাজার কেজি ইলিশ জব্দ করা হয়।

জব্দকৃত ইলিশের দাম প্রায়  ১৭ লাখ টাকা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে মাছগুলো অসহায় দুস্থ এবং স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে  মেঘনা, তেঁতুলিয়ায় ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, মজুদ, ও বাজারজাত নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন