ভোলায় রানার মোটর সাইকেল শো-রুমের উদ্বোধন


ভোলা টুডে রিপোর্ট।।
ভোলায় রানার মোটর সাইকেল শো-রুমের উদ্বোধন করা হয়েছে।ভোলা শহরের প্রানকেন্দ্র উকিল পাড়ায় মঙলবার বিকেলে এই মোটর সাইকেল শোররুমের উদ্বোধন করেন ভোলা পৌরসভার প্যানেল মেয়র এবং ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো: শাহে আলম।


এসময় আরো উপস্থিত ছিলেন রানার অটোমোবাইল গ্রুপের হেড অফ মার্কেটিং আরিফুর রহমান,ভবনের সত্বাধীকারি  জাফরউল্লাহ ছোটন,জোনাল ম্যানেজার মারুফ হোসেন,ডেপুটি ম্যানেজার রফিকুল ইসলাম,ভোলা শোরুম ইনচার্জ মো: শাহিন প্রমুখ।

রানার মোটরসাইকেল  সহজ কিস্তী এবং  নগদকে ক্রয় করা যায়।মোটর সাইকেলের ইন্জিনের ৬ বছরের ওয়ারেন্টি প্রযোজ্য রয়েছে।সম্পূর্ন দেশীয় প্রযুক্তিতে তৈরী এই মোটর সাইকেল নেপালী রপ্তানি হচ্ছে বলে জানান কোম্পানির কর্মকর্তাবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন