6/recent/ticker-posts

ভোলায় আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালিত


আদিল হোসেন তপু॥
“সর্বক্ষেত্রে নারীর নিরাপত্রা নিশ্চিত করুন” এই স্লোগানকে সামনে রেখে ভোলায় মানববন্ধন ও নারী সম্মাননার মধ্যে দিয়ে পালিত হয় আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস।


 দিবসটি উপলক্ষ্যে রবিবার (১৫অক্টোবর) সকালে ভোলা প্রেস ক্লাবের সামনে বে-সরকারি সংগঠন কোষ্ট ট্রাষ্ট এর আয়োজনে এক মানববন্ধনের কর্মসূচী পালিত হয়।

 এসময় বক্তারা বলেন- দেশে প্রতিনিয়ত নারী নির্যাতন বেড়েই চলছে। এর মধ্যে গ্রামীন সমাজের নারীরা বেশি নিযার্তনের শিকার হচ্ছে। দেশে প্রতিদিন গড়ে অন্তত ২টি করে ধর্ষনের ঘটনা ঘটছে। মামলা হচ্ছে কিন্তু বিচার হচ্ছেনা। তাই গ্রামীন নারীদের তাদের অধিকার সম্পর্কে আরো বেশি করে সচেতন করতে হবে। পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানায়।

এসময় তারা আরো বলেন,বাংলাদেশে ২০০০ সালে থেকে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনরা নিজস্ব ভাবে নারীদের সচেতন করতে এই দিবস পালন করে আসছে। এর পাশাপাশি নারী উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ ভোলার ৫ জন গ্রামীন নারীদের বিশেষ ক্ষেত্রে অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সভাপতি মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী,কোষ্ট ট্রাষ্ট এর টিম লিডার রাশিদা বেগম, প্রকল্প  সম্মনয়কারী মো: মিজানুর রহমান, দেবাশীষ রায়, নারী নেত্রী বিলকিছ জাহান মুনমুন,লিটুরানী।
সম্মাননা প্রাপ্তরা হলেন- পাঞ্জাবী সেলাই কাজের স্বীকৃতি স্বরুপ- মোসা:রুনা আক্তার,টুপি সেলাইকাজের অবদান স্বরুপ রোকেয়া বেগম,মুরগীর খামার করে স্বাবলম্বী- মোহনা  বেগম,মৎস ক্ষেত্রে অবদান স্বরুপ মনোয়ারা বেগম,নারীর পক্ষে অবদান স্বরুপ লিটু রানী মজুমদার প্রমুখ।

Post a Comment

0 Comments