শিমুল চৌধুরী ॥
ভোলার লালমোহনে এই প্রথমবারের মত জনতার মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন অনুষ্ঠানের পরিকল্পনা ও বাস্তবায়ন করেন।
আজ ২২ নভেম্বর (বুধবার) সকাল ১১টায় অনুষ্ঠিত জনতার মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠানের প্রথমেই স্থানীয় এমপি নুরুন্নবী চৌধুরী শাওনকে প্রশ্ন করেন উপজেলার বদরপুর ইউনিয়নের মদনপুর গ্রামের কৃষক মোস্তাফিজুর রহমান। তিনি এমপিকে প্রশ্ন করে বলেন- আপনি এমপি হয়ে লালমোহন ও তজুমদ্দিন কৃষকদের জন্য কি উন্নয়ন করেছেন? কৃষকের এই প্রশ্নের জবাবে এমপি নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, অন্য, বস্ত্র ও বাসস্থান হচ্ছে মানুষের মৌলিক অধিকার। তাই লালমোহন ও তজুমদ্দিন কৃষকদের জন্য বাসস্থান নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে। ভূমিহীন ৫০০ কৃষকের জন্য সাড়ে ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহন করা হয়েছে। এ ছাড়া তাদের প্রত্যেককে নগদ এক লাখ টাকা করে দেওয়া হবে।
এরপর উপজেলার কালমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন মৃধা বলেন, আপনার আমলে অর্থাৎ ২০০৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত কতটি ব্রিজ নির্মান করা হয়েছে?
প্রশ্নত্তোর পর্বে এমপি শাওন বলেন, একদিকে মেঘনা-তেঁতুলিয়া নদী অন্যদিকে বঙ্গোপসাগর বেষ্টিত লালমোহন ও তজুমদ্দিন উপজেলা। যার কারনে ছোট ছোট খাল দিয়ে বিস্তির্ণ এলাকা প্লাবিত হচ্ছে। ত্রান মন্ত্রনালয় থেকে ব্রিজ নির্মান করার উদ্যোগ নেওয়া হয়েছে। মোট ৬৫টি ব্রিজ নির্মানের কাজ করা হয়েছে। আরো ৪৯টি ব্রিজ নির্মান করা হবে। এ ছাড়া বিশ্ব ব্যাংক থেকে ৩০ কোটি টাকা ব্যয়ে সাইকোন সেন্টার নির্মিত হবে।
জাহিদুল ইসলাম নবীন প্রশ্ন করে বলেন, লালমোহনে কতটি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে?
উত্তরে এমপি শাওন বলেন, প্রায় এক কোটি ৭৭ লাখ ৯৩ হাজার ৫৩৬ টাকার সোলার স্থাপন করা হয়েছে।
বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক প্রশ্ন করেন ডাক বাংলোর সামনের রাস্তাটি বেহাল অবস্থা রয়েছে। সেটি করার পরিকল্পনা রয়েছে কি?
উত্তরে শাওন বলেন- গত বছরও এ রাস্তাটি করেছিলাম। কিন্তু নদীর ¯্রােতে সেই রাস্তাটি ভেসে গেছে। পৌরসভার মাধ্যমে রাস্তাটি ফের নির্মানের ব্যবস্থা করা হবে।
ঔালমোহনের প্রকৃত আওয়ামী লীগের কর্মীরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর বিএনপি কর্মীরা বুক ফুলিয়ে প্রকাশ্যে হেটে চলেছে এবং বিভিন্ন সুবিধা ভোগ করছে।
বেলায়েত হোসেনের এমন প্রশ্নের জবাবে এমপি শাওন বলেন-আওয়ামী লীগ অনেক বড় দল। এ দলের সব কর্মীদেরকে কাজ বা টাকা দেওয়া সম্ভব নয়।
ফরাজগঞ্জ ইউনিয়নের ব্যবসায়ী ফরহাদ হোসেন মুরাদ বলেন- লালমোহনের সঙ্গে দেশের বিভিন্ন জেলায় যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে নদী পথ। সেই নদীতে ডুবোচর পড়েছে। নদীর নব্যতার কারনে লঞ্চগুলো সঠিকভাবে চলতে পারেনা। তাই নদী ডেজিং করার পরিকল্পনা সরকারের আছে কিনা?
উত্তরে এমপি শাওন বলেন, কিছুদিন আগেও লালমোহনের খালটি ডেজিং করা হয়েছে। আরো ডেজিং করার বিষয়টি চলমান রয়েছে।
লালমোহন প্রেসকাবের সাধারণ সম্পাদক জসিম জনি বলেন-বর্তমানে লালমোহনের উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসের করুন অবস্থা। সেখানে কেউ সেবা পাচ্ছেননা। স্বাস্থ্য কমপ্লেকসে কোন বিশেষজ্ঞ চিকিৎসক নেই। এনেসথেসিয়া টিকিৎসক না থাকার কারনে হাসপাতালে কোন অপারেশন হচ্ছেনা।
উত্তরে এমপি শাওন বলেন- স্বাস্থ্যসেবার মান বাড়াতে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে ৩১ শয্যা বিশিষ্ট লালমোহন হাসপাতালটিকে ৫১ শয্যায় উন্নিত করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেকসে বিশেষজ্ঞ চিকিৎসকসহ এনেসথেসিয়া টিকিৎসকের বিষয়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। খুব শিগগিরই এ সমস্যার সমাধান হবে।
এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ বীরমুক্তি যোদ্ধা গিয়াস উদ্দিন আহাম্মেদ, লালমোহন উপজেলা নির্বাহি কর্মকর্তা শামছুল আরিফ, লালমোহন পৌরসভা মেয়র এমদাদুল ইসলাম তুহিন, লালমোহন পৌরসাভা আওয়ামী লীগের সভাপতি ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলীরাজা মিয়া, যুগ্ম সম্পাদক আলহাজ দিদারুল ইসলাম অরুন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সফিকুল ইসলাম বাদল, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সোহেল পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনম শাহাজামান দুলাল, কাউনসিলর হেলাউদ্দিন, লালমোহন পৌরসভা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খোকন, লালমোহন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ব্যাবসায়ী সমিতির সভাপতি আলহাজ মোস্তফা মিয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলী আহাম্মেদ, কাউন্সিলর যুবলীগ সভাপতি ইমাম হোসেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আবুল হাসান রিমন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রায়হান মাসুম, পৌর যুবলীগ সভাপতি ফরহাদ হোসেন মেহের, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জসিম ফরাজি, পৌর ছাত্রলীগ আহব্বায়ক মুরতুজা সজীব, পৌর ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের বীন কুদ্দুছ সহ প্রমু।
জনতার মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকুরিজীবী, সাংবাদিক, কুষক ও দিনমজুরসহ প্রায় অর্ধশত মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।