6/recent/ticker-posts

সকল প্রস্তুতি সম্পন্ন॥ ভোলায় প্রাথমিক সমাপনী এবং ইফতেদায়ী পরীক্ষায় অংশ নিচ্ছে অর্ধ-লক্ষাধিক শিক্ষার্থী

                                                                                                                       ---ছবি:ইন্টারনেট

এম শাহরিয়ার জিলন ॥

১৯ নভেম্বর (রবিবার) অর্থাৎ গতকাল শিক্ষা জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা। এবছর ভোলায় পিএসসি ইবতেদায়ী পরীক্ষায় অংশগ্রহন করবে প্রায় অর্ধ লক্ষাধিক শিক্ষার্থী।


ভোলায় প্রাথমিক সমাপনী এবং ইফতেদায়ী পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্রগুলোতে প্রস্তুত করা হয়েছে। এ বছর জেলায় প্রাথমিক সমাপনি এবং ইফতেদায়ী মিলিয়ে মোট পরীক্ষায় অংশগ্রহন করছে ৪৬ হাজার ১৮৪জন শিক্ষার্থী।

এরমধ্যে প্রাথমিক সমাপনিতে রয়েছে ৩৮ হাজার ৬৬৭ জন এবং ইফতেদায়ীতে রয়েছে ৭ হাজার ৫১৭জন। প্রাথমিকে জেলায় মোট কেন্দ্র ৯১ টি এবং ইফতেদায়ীতে মোট কেন্দ্র ৮৩টি। জেলায় মোট বিদ্যালয় রয়েছে ১ হাজার ৪৪টি এবং ইফতেদায়ী ৩শতাধিক।
প্রাথমিকের মোট পরীক্ষার্র্থীর মধ্যে বালক ১৬ হাজার ৬৩৮জন এবং বালিকা ২২ হাজার ২৯জন। অন্যদিকে ইফতেদায়ীতে মোটর পরীক্ষার্থীর মধ্যে বালক ৩ হাজার ২২৬জন এবং বালিকা ৪ হাজার ২৯১জন।  জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এ তথ্য জানা গেছে।

ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, জেলার সাত উপজেলার ৯১টি কেন্দ্রে প্রাথমিকে মোট পরীক্ষার্থী ৩৮ হাজার ৬৬৭জন। এরমধ্যে ভোলা সদরে ২০ টি কেন্দ্রে ৮ হাজার ৩৮৫জন, দৌলতখানের ১৫ কেন্দ্রে ৪ হাজার ১৩৩জন, বোরহানউদ্দিন উপজেলার ১২ কেন্দ্রে ৫ হাজার ১৮৯জন, তজুমদ্দিন উপজেলার ৫ কেন্দ্রে ২ হাজর ৪০জন, মনপুরা উপজেলায় ৫ কেন্দ্রে ১ হাজার ৩৬২জন, লালমোহন উপজেলার ১২ কেন্দ্রে ৬ হাজার ৪৬৯জন  এবং চরফ্যাশন উপজেলার ২ কেন্দ্রে ১০ হাজার ৫৭৯জন পরীক্ষার্থী।
অন্যদিকে ইফতেদায়ীতে ৮৩ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭ হাজার ৫১৭জন। যাদের মধ্যে ভোলা সদরের ১৫ কেন্দ্রে ১২৯৩ জন, দৌলতখানের ১২ কেন্দ্রে ৪৬৪জন, বোরহানউদ্দিনের ১২ কেন্দ্রে ১২২৫জন, তজুমদ্দিনের ৫ কেন্দ্রে ৩১৪জন, মনপুরার ৪ কেন্দ্রে ২৮৪জন, লালমোহন উপজেলার ১২ কেন্দ্রে ১৩২৫ জন এবং চরফ্যাশন উপজেলার ২২ কেন্দ্রে ২ হাজার ৬১২জন পরীক্ষার্থী রয়েছে।

ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার জানান, শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষা নেওয়ার লক্ষ্যে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন। কেন্দ্রেগুলোতে ভিজিলেন্স টিম মোতায়েন থাকবে। কোথাও কোন সমস্যা নেই। আশা করি সুষ্ঠভাবে প্রাথমিক সমাপনী এবং ইফতেদায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Post a Comment

0 Comments