6/recent/ticker-posts

পৌরকর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে সড়ক বাতি সহ ময়লা পরিষ্কার বন্ধ ভোগান্তিতে পৌরবাসী


গোপাল চন্দ্র দে॥
ভোলা সহ সারাদেশের পৌরসভাগুলোতে চলছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদানের দাবীতে ২৮ জানুয়ারী থেকে ৩০ জানুয়ারী পৌরসভার কর্মকর্তা- কর্মচারীদের  ৩ দেনের কর্মবিরতি। কর্মবিরতির কারনে পৌরবাসী ভোগান্তিতে।


তাই সারা দেশে পৌরসভার সড়কগুলো সন্ধ্যা থেকেই থাকে অন্ধকারচ্ছন্ন। কর্মবিরতির প্রথমদিন থেকেই সারা বাংলাদেশের পৌরসভার রোডলাইন (রাস্তার বাতি) বন্ধ করে দেওয়া হয়। এতে সমস্যায় পড়েছেন সকল শ্রেনীর পৌর নাগরিক বৃন্দ। এছাড়া কর্মবিরতি চলাকালীন পৌরবাসীর ময়লা আবর্জনা পরিষ্কার না করায় অনেক স্থান দিয়ে হাটাচলা করতে সমস্যায় পড়ছেন মানুষ।
কর্মবিরতিকে কেন্দ্র করে পৌরসভার পনির লাইন বাদে সকল সেবা বন্ধ রয়েছে। এতে করে ভোগান্তিতে পুরো পৌরবাসীরা।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) নির্বাহী সদস্য ও ভোলা জেলা সেক্রেটারী আজিজুল ইসলাম আজিজ জানান, যদি তাদের দাবী মেনে না নেওয়া হয় তবে আগামীতে পানির লাইন ও বন্ধ করে দেওয়া হবে।

এদিকে পৌরকর্মকর্তা কর্মচারীদের এ কর্মবিরতিতে পুরো পৌরসভায় সন্ধ্যা না হতেই অন্ধকার সড়ক এবং ময়লা পরিষ্কার না করায় দুর্ভোগে পৌরবাসী।
রোড লাইন না থাকায় রাস্তায় মানুষের আনাগোনা ও কম। তাই লোকসান হচ্ছে বলে জানান ফুটপাত সহ দোকানী ব্যাবসায়ীরা।

Post a Comment

0 Comments