সাইফুর’স ভোলা শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু


এম মইনুল এহসান ।।
সাইফুর’স ভোলা শাখার আনুষ্ঠানিক ক্লাশ শুরু হয়েছে ।


শনিবার বিকেল ৩টায়  সদর রোডের মহিলা কলেজ হোস্টেল সংলগ্ন  সাইফুর’স ভোলা শাখার ক্যাম্পাসে  স্পোকেন ইংলিশ ব্যাচ (৩টা) এর প্রথম ক্লাশের মাধ্যমে ভোলা শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনী ক্লাশ পরিচালনা করেন  ঢাকা থেকে আগত সাইফুর’স এর শিক্ষক  রিয়াজ  আমান শাহিন । উদ্বোধনী ক্লাশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো: মিরাজ।এসময় আরো উপস্থিত ছিলেন ভোলা বারের আইনজীবি এ্যাড. সালাহউদ্দিন আহমেদ প্রিন্স, সাইফুর’স ভোলা শাখার কর্মকর্তা আবদুল্লাহ বাবু , ফয়সাল আহমেদ , ভোলা সরকারি কলেজ সাংবাদিক ফোরামের সম্পাদক এম মইনুল এহসান প্রমুখ ।

আগামি কয়েক দিনের মধ্যেই স্পোকেন ইংলিশের আরো দুটি ব্যাচ, রাইটিং ইংলিশ, এসএসসি প্যাকেজ, ব্যাংক জব, বিসিএস কোচিং সহ আরো বিভিন্ন বিষয়ে ক্লাস চালু করা হবে বলে জানিয়েছে সাইফুর’স ভোলা কর্মকর্তারা ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন