6/recent/ticker-posts

ভোলায় গৃহবধুকে জবাই করে হত্যার চেষ্টা


স্টাফ রিপোর্টার॥
ভোলার শিবপুর ইউনিয়নে আরজু বেগম নামের এক গৃহবধুকে জবাই করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গৃহবধুকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আজ ১৫জুলাই (রবিবার) ভোর রাতের দিকে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এঘটনা ঘটে।
স্থানীয়সূত্র জানায়, ভোর রাতে ডাক চিৎকার শুনে এগিয়ে এসে ঘরের মধ্যে মাটিতে গলাকাঁটা দেখতে পাই। দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এঘটনার সাথে কে বা কাহারা জড়িত তা আমরা জানিনা।
গৃহবধু আরজু বেগম (৩৫) ওই এলাকার বাসিন্দা রাজমিস্ত্রী মোঃ ফরিদের স্ত্রী। আরজু বেগমের তিনটি কন্যা সন্তান রয়েছে। মহিমা (১৪), মৌসুমী (৯), লামিয়া (৬) তারা স্থানীয় একটি মাদ্রাসায় পড়া-শুনা করে।


গৃহবধুর বড় মেয়ে মহিমা জানায়, আমার বাবা ঢাকায় রাজের কাজ করে। রাত ৯টার দিকে বাবায় ফোন দেয়, ফোনে কথা বলা শেষ হলে আমরা সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাই। আমি ও আমার ‘‘মা’’ এবং ছোট দুই বোন বাড়িতে থাকি এবং সবাই এক বিছানায় ঘুমাই। আমার ছোট বোনটি ফজরের আযানের সময় মা মা বলে কান্নাকাটি করে। তারপর আমার ও ছোট বোনের ঘুম ভেঙ্গে যায় এরপর পাশে তাকিয়ে দেখি মা বিছানায় নেই। ঘরের বিদ্যুৎ এর লাইট জ্বালিয়ে দেখি মা রক্তাক্ত অবস্থায় ঘরের মাটিতে দেখতে পাই। তখন আমরা ডাক চিৎকার দেই। এসময় বাড়ির আশে পাশের লোকজন ডাক চিৎকার শুনে এগিয়ে এসে মাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এঘটনার খবর পেয়ে ভোলা সদর মডেল থানার ওসি মোঃ ছগির মিঞা ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

Post a Comment

0 Comments