6/recent/ticker-posts

৩ দফা দাবিতে “আইডিএসইবি” ভোলা কমিটির স্মারকলিপি


মইনুল এহসান॥
কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ইনষ্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিএসইবি) ভোলা জেলা শাখার পক্ষ থেকে ৩ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে আইডিএসইবি সভাপতি মো: হাবিবুর রহমান মৃধার নেতৃত্বে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মো: মোজাহিদুল ইসলামের হাতে স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা আইডিএসইবির সহ-সভাপতি মো: জালাল আহমেদ, সাধারন সম্পাদক মো: খলিলুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক মো: শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো: ফিরোজ আলম, আইসিটি সম্পাদক সুব্রত হালদার, কার্য নির্বাহী সদস্য মো: মিজানুর রহমান, এনামুল হক প্রমুখ।
এ সময় আইডিএসইবি ভোলা জেলা নেতৃবৃন্দ স্মারকলিপির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর তিনটি দাবি পেশ করেন। স্মারকলিপিতে (১) অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মত বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদে ১০ গ্রেডের বেতন স্কেল প্রদান করা, (২) বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভেয়ার পদে কর্মরতদেরকে দপ্তর ভেদে কানুনগো/ উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার/সহকারী জরিপ অফিসার/ উপ-সহকারী প্রকৌশলী পদে দ্রুত পদায়ন করতে হবে, (৩) সার্ভেয়ারদের পদবি পরির্বতন করে উপ-সহকারী প্রকৌশলৗ (সার্ভে) করার দাবি জানান।
এসময় আইডিএসইবি ভোলা জেলার যুগ্ম সম্পাদক মো: শফিকুল ইসলাম সাংবাদিকদের  জানান, সরকার বিভিন্ন দপ্তরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ২য় শ্রেনীতে (১০ গ্রেড) উন্নিত করেছেন। যে সকল দপ্তরের নিয়োগ বিধিতে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভে) অর্ন্তভুক্ত হয়েছে, সে সকল দপ্তরের কর্মরতদেকে সরকারের ১৯/১১/১৯৯৪ জারিকৃত সংস্থাপন মন্ত্রণালয়ের প্রঞ্জাপন অনুযায়ী আমাদেরকে ও ২য় শ্রেণীতে (১০ গ্রেড) অর্ন্তভূত করার আদেশ প্রদান করা হলেও আমরা আজ পর্যন্ত পাইনি। আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার (সার্ভে) হওয়া সত্বেও আমরা এখনো এই মর্যাদা থেকে বঞ্চিত। যা বাস্তবায়নের জন্য মামনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদনের ন্যায্য দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেছি। আমার বিশ্বাস মামনীয় প্রধানমন্ত্রী আমাদের ন্যায্য দাবি বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

Post a Comment

0 Comments