চাল চুলোহীন মেঘনার জেলেরা।। সরকারী সহায়য়তা চায় তারা


রিয়াজ মাহামুদ,উপকূল লেখক।।
প্রায় প্রত্যেক অবস্থানের মানুষের ভাগ্য চিত্র পাল্টালেও পালটায় নি ভোলার মেঘনার জেলেদের ভাগ্যের অবস্থান।বরং আগের চেয়ে আরো অবনতি হয়েছে খেটে খাওয়া এই মানুষগুলোর অবস্থান।গেলো চার মাসে নদীতে তেমন কোন মাছ পাচ্ছে না জেলেরা অথচ এ সময় ভরপুর ইলিশ মাছ পাওয়ার কথা বলে জানায় জেলেরা। এরই মধ্যে তাদের এখনকার পারিবারিক অবস্থার কথা জানতে চাইলে তারা জানান, কোন রকমে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে ।

তাদের বলা প্রতিটি কথার মধ্যেই উঠে আসে তাদের কষ্টের কথা। জেলেরা কার্ড এর চাল সময় মত পাচ্ছে না এরা, তিন মাস আগে জেলের কার্ডের চাল পেলেও এর অনেক প্রকৃত জেলের ভাগ্যে মেলেনি সে চালের দেখা।
যারা বা পায় তাদের ভাগ্যে সময় মত তা জুটে না বলে অভিযোগ করেন  জেলেরা।তারা বলেন, দায় দেনায় ডুবে আছি গলা পর্যন্ত আমরা প্রত্যেকে। কোন রকমে খেয়ে না খেয়ে দিন কাটছে আমাদের তার মধ্যে সমিতির চাপ।
তাদের প্রত্যেকেরই রয়েছে দুই থেকে তিন টা করে লোনের চাপ। যা হতে মুক্তি মেলেনি এ চার মাসেও।

এদের স্বপ্ন অনেক থাকলেও তা পুরন হয় না সীমাবদ্ধ আয় আর সহ নানা কারনে।জেলেরা আরো জানায়, পারিবারিক চিন্তা ছাড়াও পাহাড় সমান চিন্তা সন্তানদের পড়াশুনা নিয়ে।এ এখন উদ্ভূত পরিস্থিতিতে তাদের চাহনী এখন  সরকারের দিকে। সরকারী পৃষ্ঠপোষকতা পেলে আবার এই অবস্থার থেকে পরিত্রান পাবে বলে আশা করছে এসব জেলেরা।
ঈদ কে সামনে রেখে সরকারের সাহায্যই এখন জেলেদের চাওয়া ।

সম্পাদনা: ভোলা টুডে/ জিসিডি/

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন