মাওলানা মোহাম্মদ আলীর আর নেই


ভোলা টুডে রিপোর্ট॥
ভোলা সদর থানা  বিএনপি নেতা ও সাবেক দক্ষিন দিঘলদী  ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু নোমান মো: সফিউল্লার  পিতা আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী (১০১) আর নেই । রবিবার দুপুরে ভোলা আলিয়া মাদরাসা সংলগ্ন  তার বড় ছেলের বাস ভবনে র্বাধক্য জনিত কারনে ইন্তেকাল করেন । ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন ।
মৃত্যু কালে  তার বয়স হয়েছিল ১০১ বছর । মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৬ মেয়ে ,নাতি, নাতনি সহ অসংখ গুনগ্রাহী রেখে যান ।  আজ সোমবার সকাল ১১ টায়  দক্ষিন দিঘলদী ইউনিয়নের  নোমান চেয়ারম্যান বাড়ির দরজায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে ।

মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন  ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম  নবী আলমগীর , সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আমিন্লু ইসলাম খান , দৈনিক আজকের ভোলার সম্পাদক  আলহাজ্ব শওকাত হোসেন , জেলা বিএনপির সাধরন সম্পাদক  হারুনর রশিদ ট্রুম্যান , সদর থানা বিএনপির সভাপতি আসিফ আলতাফ , সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন, সিনিয়র সহ সভাপতি মোস্তফা মিয়াজি , জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সম্পাদক আবদুল কাদের সেলিম, ছাত্রদলের সভাপতি নুরে আলম , সম্পাদক আলআমিন হাওলাদার  প্রমুখ । তারা পৃথক পৃথক শোক র্বাতায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তার শোক সন্তত পরিবারের প্রতি গভির সমবেদনা জ্ঞাপন করেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন