গোপাল চন্দ্র দে,ভোলা প্রতিনিধি:
ভোলায়
পরানগঞ্জ জামে মসজিদিরে ভিত্তি প্রস্তর স্থাপন করলেন বানিজ্য মন্ত্রী তোফায়েল
আহমেদ।
গতকাল ২৪
ডিসেম্বর (শনিবার) বিকালে ভোলার পরান গঞ্জের এ মসজিদটির ভিত্তি প্রস্তর স্থাপন
করেন তিনি পরে আলোচনায় সভায় অংশগ্রহন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিল ভোলা জেলা
পরিষদ এর বিনা প্রতিদ্ধীতায় নির্বাচিত চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা পরিষদ
চেয়ারম্যান মোশারেফ হোসেন,ভোলা জেলা আওয়ামী লীগ এর সংগঠনিক সম্পাদক মইনুল হোসেন
বিপ্লব,কাচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম নকিব।
এসময়
তোফায়েল আহমেদ তার বক্তব্যে বলেন, নারায়নগঞ্জের নির্বাচনে ৮০হাজার ভোটে
আওয়ামীলীগের প্রার্থীর কাছে বিএনপির প্রার্থী পরাজিত হয়েছে। নির্বাচনের আগে তারা
বলেছিলো ভোট সুষ্ঠ হবেনা, ভোটের দিন সকালে বলেছে ভালো , দুপুরে বলেছে ভালো ভোট
গননার পর বলে কিন্তু আছে। ২০১৪ সালের নির্বাচনে না গিয়ে বি্এনপি খেই হারিয়ে ফেলেছে, তারা এখন
ভড়াডুবির মধ্যে আছে। ১৪সালের নির্বাচনে না গিয়ে তারা যেই ভুল করেছে নারায়নগঞ্জের
নির্বাচনে গিয়ে তারা সেই ভুল স্বীকার করেছে, আশা করি আগামী নির্বাচনে তারা অংশ
গ্রহন করবে।তিনি বলেন আমাদের নিজেদের টাকায় পদ্মাসেতু করছি। প্রধানমন্ত্রীর
নেতৃত্বে দেশ এগিয়ে গেছে যে পৃথিবীর মানুষ এখন তাকিয়ে একটা দেশ কীকরে এত উন্নয়ন
করতে পারে ।
পরে তিনি