6/recent/ticker-posts

“বিসিএস ছাড়া ক্যাডার সার্ভিস নয়” ভোলায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভায় দাবি


গোপাল চন্দ্র দে,ভোলা প্রতিনিধি ॥ 

ভোলায় সোমবার সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃবৃন্দ। ভোলা সরকারি কলেজের শিক্ষক পরিষদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি ও ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপাধ্যক্ষ আব্দুল কাদের ও সহকারি অধ্যাপক মোঃ মাসুদ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, বিএসএস ছাড়া ক্যাডার সার্ভিস নয়। বেসরকারি কলেজ জাতীয়করণের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুশাসনঃ “জাতীয়করণের আওতাভূক্ত কলেজসমূহের শিক্ষকবৃন্দের চাকরি বদলীযোগ্য হবেনা; তাদের চাকরি স্ব স্ব কলেজেই সুনির্দিষ্ট হবে” মানতে হবে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকদের স্বার্থ ও মর্যাদা সুরক্ষায় বেসরকারি কলেজ জাতীয়করণ প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট কলেজের শিক্ষকদের ক্যাডার বর্হিভূত রেখে তাদের নিয়োগ, পদায়ন, জ্যেষ্ঠতা, পদোন্নতি, পরিচালনা ও চাকরির জন্য স্বতন্ত্র বিধিমালা প্রনয়ন করতে হবে। শিক্ষা ক্যাডার তথা সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে দেওয়া হবেনা বলেও তারা হুশিয়ার করে দেন।


Post a Comment

0 Comments