গোপাল চন্দ্র দে,ভোলা প্রতিনিধি ॥
ভোলায় ৮০ জন প্রশিক্ষনার্থী নিয়ে শুরু হলো প্রফেশনাল আউট সোসিং ফ্রিলান্সিং কোর্স।
ভোলায় আজ ১৭ জানুয়ারী (মঙ্গল বার) আইসিটি ডিবিশন ও জেলা প্রশাসন ভোলার আয়োজনে শেখ হাসিনার নেতৃত্বে,আমরা হবো জয়ী, আমরা দুর্বার,ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে আইসিটি হবে হতিয়ার স্লোগানকে সামনে রেখে ডেবলাপমেন্ট প্রকল্পের আওতায় ৮০ জন প্রশিক্ষনার্থী নিয়ে ৫০ দিন ব্যাপী প্রফেশনাল আউট সোসিং ফ্রিলান্সিং ট্রেনিং এর শুভ উদ্ভোধন করলেন ভোলা জেলা প্রশাসক সার্বিক সুব্রত কুমার সিকদার।
এসময় আরো উপস্থিত ছিল ভোলা সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাহেদুল ইসলাম।