ভোলায় এসএটিভির ৪র্থ বর্ষপুর্তি অনুষ্ঠান


গোপাল চন্দ্র দে, ভোলা প্রতিনিধি
বনাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দ্বীপজেলা ভোলায় এসএটিভির ৪র্থ বর্ষপুর্তি পালিত হয়েছে সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে ১০ পাউন্ড ওজনের কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক মোঃ সেলিমউদ্দিন
এসএটিভির জেলা প্রতিনিধি সাহাদাত শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক মোঃ সেলিম উদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলার পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন, জেলা বিএনপির সভাপতি গোলামনবী আলমগীর, আঃলীগ সাঃসম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন  এসএটিভির সাফল্য কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভোলার  লেখক, সাহিত্যিক কাজল কৌশিক , বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার জেলা প্রতিনিধি  বৃন্দ , সহ বিভিন্ন পেশার মানুষ
আলোচনা শেষে বনাঢ্য ্যালী প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে নতুনবাজার, সদররোড হয়ে শহর প্রদক্ষিন করে বাদ্যের তালেতালে এসএটিভির সাফল্য কামনা করে ্যালীতে অংশ নেন স্কুল কলেজের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশার কয়েকশত মানুষ

এসময় বক্তারা এসএটিভির সার্বিক সাফল্য কামনা করেন এবং আশা করেন এসএ টিভি আগমীদিনে জনগনের কন্ঠস্বর হবে বলে আশা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন