গোপাল চন্দ্র দে,ভোলা প্রতিনিধি ॥
গতকাল ২১ জানুয়ারী (শনিবার) সকাল ১১টায় এনসিটিএফ ভোলার আয়োজনে ও ভোলা জেলা শিশু একাডেমীর সার্বিক সহযোগীতায় সেভ-দা চিলড্রেন ও প্লান ইন্টারন্যাশনাল,বাংলাদেশ এর অর্থায়নে বাল্য বিবাহ আইনের নতুন “খসড়া” বাল্য বিবাহ বাড়াবে তাই অনতি বিলম্বে এ আইন যেন সংশোধন করে পূর্বের আইন বহাল রাখা হয় তার জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহন করে ভোলা জেলা এনসিটিএফ ভোলা সদস্যরা। এসময় এ আইন পাস হলে কী কী ক্ষতি হতে পারে এ সম্পর্কে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।
পরে সন্ধ্যায় শিশু একাডেমী ভোলার হল রুমে মন্ত্রী সভায় অনুমোদিত বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৬ বরং আরো বেশি বাল্য বিবাহের ঝুকিতে ফেলবে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এনসিটিএফ চাইল্ড পার্লামেন্ট মেম্বার ইমরান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল আরটিভি ও যুগান্তর ভোলা প্রতিনিধি অমিতাব রায় অপু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিল এসএটিভি নয়াদিগন্ত ভোলা প্রতিনিধি ও বাল্য বিবাহ শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি এ্যড. সাহাদাত হোসেন শাহিন এছাড়া উপস্থিত ছিল মাছরাঙা টিভি ভোলা প্রতিনিধি হামিদুর হাসিব, প্রথম আলো ভোলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ্, একুশে টিভি জেলা প্রতিনিধি মেজবাহ্ উদ্দিন শিপু, ৭১ টিভি ভোলা প্রতিনিধি কামরুল ইসলাম, দেশ টিভি জেলা প্রতিনিধি ছোটন সাহা, এনসিটিএফ ভোলা জেলা সমন্বায়কারী ও চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু এছাড়াও উপস্থিত ছিলেন বাল্য বিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি,ভোলা এর সাধারন সম্পাদক এম. শারিয়ার জিলন, দৈনিক সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি একরামুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন এনটিএফ ভোলা কমিটির শিশু সাংবাদিক গোপাল চন্দ্র দে। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন এনসিটিএফ ভোলা এর যুগ্ম-সম্পাদক আশিকুর রহমান (শান্ত)
এসময় বক্তারা বলেন, বাল্যবিয়ের এ আইনটি কিছু বিশেষ কারনে সংশোধনের চিন্তা করেছে সরকার কিন্তু এ আইনটি যদি পাশ হয় তবে কিছু সুবধা ভোগী মানুষ আইনটির অপব্যাবহার করবে এবং দেশে বাল্য বিয়ের সংখ্যা, মা-শিশু মৃত্যুর হার, অপুষ্টি, বিকল-অঙ্গ শিশুর সংখ্যা বৃদ্ধিপাবে। সরকার যেহেতু বিশেষ কারন গুলো আইনে সু-স্পষ্ট করে দেয়নি তাই এ আইনটি পাশ না করাই দেশ ও দশের জন্য ভালো। এবং খুব দ্রুত আইনটি যেন সংশোধন করা হয় তার দাবী জানায়।
পরে রাত ৯টায় এনটিএফ ভোলার আয়োজনে অতিথিদের নিয়ে শীত ভোজনের (হাঁস খাওয়ার) আয়োজন করা হয়।