শুনলেন প্রত্যান্ত অঞ্চলের কিশোরীদের কথা ভোলায় যুগ্ন-সচিব এর শিশু বিবাহ রোধ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন


গোপাল চন্দ্র দে,ভোলা প্রতিনিধি ॥

ভোলায় শিশু বিবাহ প্রতিরোধ প্রকল্প ( ইসিএম) এর কিশোরী ক্লাব ও শিশু বিবাহের ঝুঁকিতে থাকা এমন কিশোরীদের মাঝে ‘শিশু সুরক্ষা বৃত্তি’ প্রাপ্ত কিশোরীদের কার্যক্রম পরিদর্শন করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এর যুগ্ন-সচিব ও ( ইইসিআর) প্রকল্পের পরিচালক  মো: হুমায়ুন  কবীর।
সোমবার সকালে তিনি ভোলার ভেদুরিয়া ও বাপ্তা ইউনিয়নে ইউনিসেফের সহযোগীতায় কোস্ট ট্রাস্ট পরিচালিত  প্রান্তিক ও অবহেলিত, বিদ্যালয় হতে ঝড়ে পড়া, এতিম, অশ্রিত, বিশেষ গুন সম্পন্ন প্রতিবন্ধী এবং শিশু বিবাহের ঝুঁকিতে থাকা এমন কিশোরীদের মাঝে শিশু সুরক্ষা বৃত্তি প্রাপ্ত শিশুদের কার্যক্রম পরিদর্শন করেন। 
পরে বিকালে তিনি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের যমুনা কিশোরী ক্লাবের কার্যক্রম পরিদর্শন  যায়। 
এসময় তিনি বলেন- বাল্য বিবাহ প্রতিরোধে কিশোর-কিশোরী ক্লাব গুলো বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা  রাখতে হবে। বাল্য বিবাহ বন্ধে কিশোরীরা কিশোরীদের পাশে দাড়াঁতে হবে। ক্লাবের সকল সদস্যদের সক্রিয় থাকতে হবে। যেন আর কোন কন্যা শিশুর বাল্য বিবাহর স্বীকার না হয়।
 তিনি আরো বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। এর ফলে মাতৃমিত্যু ও শিশু মৃত্যু হার বৃদ্ধি পাচ্ছে।
অনেক শিক্ষার্থীরা বাল্য বিবাহ ফলে অনেক শিক্ষার্থী স্কুল থেকে ঝড়ে পরছে।  শিশু বিবাহ পরিবার দেশ, সমাজ ও জাতির জন্য অভিশাপ। কোন অবস্থাতেই মেয়েদের ১৮ বছর আগে এবং  ছেলেদের ২১ বছর আগে বিয়ে দেয়া যাবে না। এর জন্য আমাদের সকল কিশোরীকে ঐক্যবদ্ধ ভাবে বাল্য বিবাহ কে ‘না’বলতে হবে। সামাজিক প্রতিরোধের মাধ্যমে বাল্য বিবাহ বন্ধ করার আহবান জানায়।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন- জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুনেচ্ছা, কোস্ট ট্রাস্ট ( ইসিএম) এর সহ. প্রকল্প সমন্বয়কারী দেবাশীষ মজুমদার, মনিটারিং এন্ড টেনিং অফিসার  খালেদ সাইফুল্লাহ মাছুম,আইপিপি ফেসিলেটর সাইফুল্লা সনি, ইউনিয়ন কো-অর্ডিনেটর আদিল হোসেন তপু, সাংবাদিক মোকাম্মেল মিশু প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন