ভোলা ॥
সংগঠনের কাজের অগ্রগতি, সংগঠনকে তরান্বীত করা, উপজেলা কমিটি ও ইউনিয়ন কমিটি গঠনের প্রস্তুতি উপলক্ষে ‘বাল্য বিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি’র মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১১ মে বৃহস্পতিবার সংগঠনের অস্থায়ী কার্যালয় দৈনিক আজকের ভোলা অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বাল্য বিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি, এসএ টিভি ও নয়া দিগন্ত জেলা প্রতিনিধি এ্যাড: সাহাদাত হোসেন শাহিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর ও আরটিভির ভোলা জেলা প্রতিনিধি প্রভাষক অমিতাভ রায় অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ ও সাহিত্যিক কাজল কৌশিক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ-২৪ এর জেলা প্রতিনিধি প্রভাষক জুন্নু রায়হান, বাল্য বিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির নির্বাহী সদস্য ও ভোলা নাগরিক অধিকার ফোরামের যুগ্ম সম্পাদক প্রভাষক মীর নুরে আলম ফরহাদ।
দৈনিক আজকের ভোলার সহঃসম্পাদক ও বাল্য বিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক এম শাহরিয়ার জিলনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ও চ্যানেল টুয়েন্টিফোর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইয়াছিনুল হাবিব ঈমন, দৈনিক আজকের ভোলার দৌলতখান প্রতিনিধি ও সংগঠনের সদস্য মাসুদ রানা, আজকের ভোলার দৌলতখান প্রতিনিধি ও সংগঠনের সদস্য নুর উদ্দিন মাহমুদ, কমিটির নির্বাহী সদস্য ইমরান হোসেন, আবদুর রহমান তুহিন, সংগঠনের সহ-প্রচার সম্পাদক গোপাল চন্দ্র দে, সহ-শিশু বিষয়ক সম্পাদক এমরান চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন, এ্যাড: মো: মঞ্জু, ভোলাবানীডটকম এর সম্পাদক খলিল উদ্দিন ফরিদ, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান শান্ত, কোষাধ্যক্ষ আনিছুর রহমান, নির্বাহী সদস্য এম মইনুল এহসান, মেহেদী হাসান তানজীল, মোঃ রাজিব হোসেন, মিজানুর রহমান সিনহা, মোঃ সুজন কাজী, মোঃ আবদুল্লাহ আল নোমান, বিজয় মোমিন প্রমুখ।
আলোচনা সভায় সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য ভোলা সদর উপজেলার ৯টি ইউনিয়নের কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। এছাড়াও সাধারন মানুষকে বাল্য বিয়ে ও শিশু নির্যাতনের কুফল সম্পর্কে সচেতন করার জন্য প্রতি মাসে স্কুল-মাদ্রাসায় অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে ক্যাম্পিং ও আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
0 Comments