দৌলতখানের মেঘনায় জেলে অপহরন



ভোলা: ভোলার দৌলতখানের মেঘনায় লতিফ মাঝি (৩৫) নামের এক জেলেকে অপহরন করে নিয়ে গেছে জলদস্যুরা। শুক্রবার (২১ জুলাই) ভোর রাতের দিকে মেঘনার সালাউদ্দিনের চর নামক এলাকায় এ অপহরনের ঘটনা ঘটে। অপহৃত লতিফ উপজেলার চর খলিফা ইউনিয়নের বাসিন্দা।
আড়ৎদার সুত্র জানায়, প্রতিদিনের মত লতিফ মাঝিসহ অন্য জেলো মেঘনার মাছ শিকার করছিলো। এ সময় একদল দলদস্যু জেলেদের চারদিকে থেকে ঘিরে ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারসহ লতিফ মাঝিকে অপহরন করে নিয়ে যায়। ট্রলারে থাকা অন্য জেলেদের নদীর তীরের কাছাকাছি রেখে যায়। পরে স্থানীয় ইলিশা সংলগ্ন মেঘনায় ট্রলার ফেলে শুধু জেলেকে নিয়ে যায় দস্যুরা।
ঘাটের আড়ৎদার মো: কামাল জানান, অপহৃত জেলেকে ছাড়িয়ে আনতে মুক্তিপন দাবী করছে দস্যুরা। এ ঘনায় জেলে পরিবারের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
ভোলা কোস্টগার্ড দক্ষিন জোনের অপারেশন অফিসার লে. বোরহান বলেন, জেলে অপহরনের বিষয়টি কোস্টগার্ডকে কেউ জানায়নি তবে আমরা খোজ নিয়ে দেখছি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন