6/recent/ticker-posts

ভোলায় স্কুল ভিত্তিক বৈদিক জ্ঞান প্রতিযোগীতার পুরষ্কার বিতরন-২০১৭ অনুষ্ঠিত


গোপাল চন্দ্র দে ॥

ভোলায় স্কুল ভিত্তিক বৈদিক জ্ঞান প্রতিযোগীতার পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

২৮ জুলাই (শুক্রবার) বিকালে ভোলার শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দিরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) বিদ্যালয় প্রচার বিভাগ ‘জাগ্রত ছাত্র সমাজ’ এর উদ্দ্যেগে স্কুল ভিত্তিক  বৈদিক জ্ঞান প্রতিযোগীতা ২০১৭র পুরষ্কার বিতরন অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আরো আয়োজন করা হরিনাম সংকীর্তন, আরতি কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বর্নাঢ্য অনুষ্ঠান মালার।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ইস্কন বাংলাদেশর সাধারন সম্পাদক শ্রী চারু চন্দ্র দাস ব্রক্ষচারী।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: মোশারেফ হোসেন, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশ যুগ্ম-সম্পাদক শ্রী জগৎগরু গৌরাঙ্গ দাস ব্রক্ষচারী।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগ সংগঠনিক সম্পাদক মইনুল হোসন বিপ্লব, যুগ্ম-সম্পাদক এনামূল হক আরজু, শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ বাংলাদেশ সাধারন সম্পাদক শ্রী সুমুখ গৌরাঙ্গ দাস ব্রক্ষচারী, ভোলা পৌর আলীগ সভাপতি মো: নজিবুল্লাহ (নাজু), সম্পাদক আলী নাওয়াজ পলাশ, বাংলাদেশ পূজা উৎযাপন কমিটি ভোলার সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র ঘোষ, সম্পাদক শ্রী গৌরাঙ্গ চন্দ্র দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ভোলার আহবায়ক অবিনাশ নন্দী, শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দিরের সভাপতি রাম কৃষ্ণ বনিক (দুলাল), সাধারন সম্পাদক বিপ্লব কুমার পাল (কানাই)।
সভাপতিত্ব করেন ভোলা জেলা ইস্কন সভাপতি প্রবীর চৌতন্য দাস।

বক্তারা ইস্কনের কার্যক্রমের প্রশংশা করেন।

এসময় অনুষ্ঠানের উদ্বোধন করেন ইস্কন বাংলাদেশর সাধারন সম্পাদক শ্রী চারু চন্দ্র দাস ব্রক্ষচারী বলেন, হিন্দু ধর্মকে ধরে রাখতে গেলে বাচ্চাদের বৈদিক জ্ঞান অর্জন করতে হবে এবং তা ধারন করে জীবনে প্রয়োগ করতে পারলেই তারা মানুষের মত মানুষ হয়ে গড়ে উঠতে পারবে। এবং ইস্কন বৈদিক জ্ঞানে দিক্ষিত করে বাচ্চাদের। ভোলা জেলায় আমাদের কোন সেন্টার নেই তাই আমরা এই জেলায় আমাদেও কার্যক্রম পরিচালনা করতে পারছিনা।
এসময় প্রধান অতিথি  আশ্বস্ত করেন ইস্কনের সেন্টার প্রতিষ্ঠায় উপজেলা পরিষদের পক্ষ হতে সহায়তা করবেন।


আলোচনা অনুষ্ঠান শেষে দেশ বিদেশ থেকে আগত শিল্পীদের পরিবশেনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ভোলায় অনুষ্ঠিত হওয়া স্কুল ভিত্তিক বৈদিক জ্ঞান প্রতিযোগীতার পুরষ্কার বিতরন ও সার্টিফিকেট বিতরন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনের পরে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।


Post a Comment

0 Comments