6/recent/ticker-posts

সাত দিনেও হদিস নেই ভোলার চরফ্যাশনের মেঘনায় নিখোঁজ জেলেদের


ভোলা টুডে রিপোর্ট ॥

সাত দিনেও হদিস মেলেনি ভোলায় মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে নিখোঁজ চার জেলের।

কোস্টগার্ড দক্ষিণ জোন (ভোলা) অপারেশন অফিসার লেফটেন্যান্ট দেবায়ন চক্রবর্তী জানান, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ চার জেলের সন্ধান মেলেনি।  
“জেলেদের সন্ধানে আমরা কাজ করছি। সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের সঙ্গেও যোগাযোগ রাখছি।”
গত ২৩ জুলাই রাতে ভোলার চরফ্যাশনের মেঘনায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ১৫ জন জেলে নিয়ে মাছ শিকারে যাওয়া একটি ট্রলার। এ সময় ১২জেলে উদ্ধার হলে ও উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের কামাল মাঝি, বাচ্চু, আকাশ এবং সাইফুল নিখোঁজ হন।
২৪ জুলাই সকালে চরফ্যাশনের ঢালচর থেকে উদ্ধার হয় ডুবে যাওয়া ট্রলারটি।

চরফ্যাশনের সামরাজ এলাকার বাসিন্দা নিখোঁজ কামাল মাঝির বাবা শাহে আলম ভোলা টুডেকে বলেন, “ছয় দিন ধরে সাগরকূলে ছেলের সন্ধানে হন্নে হয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার সন্তান ও স্ত্রী ভেঙে পড়েছেন। তাদের নাওয়া-খাওয়া নেই।”

নিখোঁজ অন্য জেলের পরিবারেরও একই অবস্থা বলে জানান তিনি।

Post a Comment

0 Comments