ভোলায় কমিউনিটি ভিত্তিক পুষ্টি উন্নয়ন প্রকল্পের অবহিতকরন সভা


ভোলা:
 
ভোলায় কমিউনিটি ভিত্তিক পুষ্টি উন্নয়ন প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে  ইউএসআইডির অর্থায়নে এবং কারিতাস বাংলাদেশের বাস্তবায়নে এ অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলার সিভিল সার্জন ডা: রথীন্দ্রনাথ মজুমদার । এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদুর রহমান আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নিত্যানন্দ চৌধুরী।
এছাড়াও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সিরাজ উদ্দিনসহ জেলার সাত উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা পরিবার পরিকল্পনাকর্মকর্তাগন, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো  হয়, ইউএসএআইডির অর্থায়নে কমিউনিটি পুষ্টি উন্নয়ন প্রকল্পটি গর্ভবতী মহিলা, শিশুকে দুগ্ধদানকারী মা এবং জম্ম থেকে দুই বছর বয়সী শিশুর অপুষ্টি হ্রাস করনে ভোলা জেলা সব কয়টি উপজেলা এবং নোয়াখালী জেলার সুবর্নচর ও হাতিয়া উপজেলায় এবং লক্ষীপুর রামগতি ও কমলনগরে বাস্তবায়িত হবে।
ইউএসএআইডি এর কমিউনিটি ভিত্তিক পুষ্টি উন্নয়ন প্রকল্পটি প্রকল্পটির লক্ষ্য হলো উক্ত কর্ম এলাকায় বিশেষভাবে গর্ভবতী মহিলা, শিশুকে স্তন্যদানকারী মা এবং জম্ম থেকে ২ বছর বয়সী শিশুর অপুষ্টি রোধ করা।
প্রকল্পের প্রধান কার্যক্রমগুলো হলো পারিবারিক পর্যায়ে গর্ভবতী মহিলা, শিশুকে স্তন্যদানকারী মা এবং পরিবারের অন্যান্য সদস্য যেমন বাবা, শশুর, শাশুরিদের মা ও শিশু পুষ্টির উপর কাউন্সিলিং, কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা প্রদান এবং পয় নিস্কাশনের উপর শিক্ষা প্রদানের মাধ্যমে মা ও শিশুর প্রয়োজনীয় স্বাস্থ্য ও পুষ্টি সেবা নিশ্চিত করা। 
পাশাপাশি কমিউনিটি পর্যায়ে বিভিন্ন স্বাস্থ্য ও পুষ্টি সেবাপ্রদানকারী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিশেষ করে কমিউনিটি ক্লিনিক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সেবা প্রদানকারীসহ কমিউনিটি ক্লিনিক সাপোর্ট গ্রুপ এবং লোকাল সার্ভিস প্রভাভাইডারদের দক্ষতা বৃদ্ধি জন্য প্রয়োজনীয় পুষ্টি প্রশিক্ষন প্রদান করবে। এই কার্যক্রম কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রর সমন্বয়ে বাস্তবায়ন হবে।
কর্মশালায় অংশগ্রহকরাী প্রদান অতিথি ও বিশেষ অতিথিসহ সকল অংশগ্রহনকারী প্রকল্টটি সুষ্ঠ বাস্তবায়নে সার্বিক সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
কর্মশালায় কারিতাসের বরিশাল আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী করিতাস বাংলাদেশের পক্ষে সকলকে ধন্যবাদ জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন