6/recent/ticker-posts

ভোলায় ১৪ জেলে নিয়ে মাছ ধরা ট্রলার ডুবি, ২ জেলের লাশ উদ্ধার


ভোলা  ॥ 

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড়ের কবলে পরে ভোলার লালমোহনের মেঘনা নদীতে ১৪ জেলে নিয়ে একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ২ জেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ গ্রামের মো. হোসেনের ছেলে মো.কবির হোসেন (৩৫) ও ফয়েজ উল্যাহর ছেলে মো. রাসেল (২০)।  বাকী ১২ জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫ টায় লালমোহন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ স্লুইজগেট সংলগ্ন মেঘনা নদীতে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলেরা রাত সাড়ে ৩টার দিকে স্লুইজগেট মাছঘাট থেকে নদীতে মাছ ধরতে যান। ভোর ৫টার দিকে মেঘনায় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়ায ট্রলারে থাকা ১২ জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকী দুইজন ট্রলার থেকে বের হতে পারেনি। ট্রলারটি বেলা সাড়ে ১১ টার দিকে নদী থেকে উদ্ধার করা হয়। পানি সেঁচ করার পর ট্রলারের ভিতর দুইজনের লাশ পাওয়া যায়।  ট্রলারটি ওই এলাকার মোস্তাফিজ মাঝির।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছেন।

Post a Comment

0 Comments