ভোলা জেলা পুলিশের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত


গোপাল চন্দ্র দে ॥
আসন্ন শরদীয় দূর্গাপূজা-২০১৭ উপলক্ষ্যে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে ভোলা জেলা পুলিশের আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১টায় ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।



ভোলা জেলা পুলিশ সুপার মো:মোকতার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাইফুদ্দিন শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রিয়াজুল কবির, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলা জেলা শাখা সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, বিটিভি জেলা প্রতিনিধি আবু তাহের, প্রেসক্লাব সভাপতি ও বাংলার কন্ঠ সম্পাদক হাবিবুর রহমান, সম্পাদক সামস্ উল আলম মিঠু, ভোলা সদর মডেল থানার ওসি খায়রুল কবির, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলা সদর শাখা সভাপতি শান্ত ঘোষ, সম্পাদক জয় দে সহ বিভিন্ন উপজেলা থেকে আগত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা, উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা সহ মন্ডপ প্রতিনধিরা।

এসময় পুলিশ সুপার মোকতার হোসেন বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ৪ স্তরের নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রত্যেক মন্ডপে মন্ডপে নিরবিচ্ছিন্ন পাহাড়া থাকবে যাতে কেউ কোন প্রকার অপ্রিতিকর ঘটনা না ঘটাতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন