6/recent/ticker-posts

চরফ্যাশনে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু


চরফ্যাশন প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাশনে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে, যারা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন বলে চিকিৎসকের ধারণা। বৃহস্পতিবার উপজেলার কাঠপট্টি এলাকায় হারুন মাস্টারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চরফ্যাশন থানার ওসি ম. এনামুল হক।



মৃতরা হলেন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জালু মুন্সির ছেলে আব্বাছ (৩৪) ও ৯ নম্বর ওয়ার্ডের মান্নান মিস্ত্রির ছেলে ইউসুফ (৩০)।
হারুন মাস্টারের বাড়ির পাহারাদার মোতালেব মোল্লা জানান, নির্মাণ শ্রমিক ইউসুফ ও আব্বাছ সকালে ট্যাংকের ঢাকনা খোলেন। পরে বালতিতে রশি বেঁধে জমে থাকা পানি ওঠান। এ সময় কাজের ফাঁকে তিনি হোটেলে নাস্তা খেতে যান বলে জানান।

মোতালেব বলেন, ট্যাংকের ভেতরে লোক চিৎকার করছে এমন খবরে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি ট্যাংকের ভেতরে উঁকি দিয়ে দেখেন তারা উপুড় হয়ে পড়ে আছেন।
“পরে খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসকর্মীরা এসে তাদের উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সিরাজ উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে ‘ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাস বন্ধ হয়ে’ তাদের মৃত্যু হয়েছে।
চরফ্যাশন থানার ওসি ম. এনামুল হক জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

0 Comments