আজ নবমী পূজা-- ভোলার মন্ডপে মন্ডপে চলছে মায়ের আরাধনা

বাপ্তা শক্তি সংঘ পূজা মন্ডপ থেকে আজ সকালে ছবিটি তোলা।

গোপাল চন্দ্র দে ॥
আজ ২৯ সেপ্টেম্বর ১২ আশ্বিন (শুক্রবার) সকাল থেকেই মন্ডপে মন্ডপে চলছে নবমী পূজোর নানান আয়োজন। পুরাহিতরা ব্যস্ত দেবীর আরাধনায়।


২৬ সেপ্টেম্বর ৯ আশ্বিন (মঙ্গলবার) দেবী দুর্গার আমন্ত্রন ও অধিবাস (ষষ্ঠী পূজা)’র মাধ্যমে সন্ধ্যায় শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা। রয়েছে ৪ স্তরের নিরবিচ্ছিন্ন নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করা হয়েছে।


এদিকে পূজো উপলক্ষ্যে মন্ডপগুলো সেজেছে হরেক আলোক সজ্জার সাজে। গতকাল বৃষ্টি উপেক্ষা করেও মন্ডপে মন্ডপে ছিলো দর্শনার্থীদের মন্ডপ ভিড়।

আয়োজকদের দাবী আজ থেকে ভিড় হবে দ্বিগুন যদি আবহাওয়া ভালো থাকে।

অন্যদিকে আজ নবমী পূজা উপলক্ষ্যে সকাল থেকে মন্ডপে মন্ডপে চলছে পূজা পাঠ, মায়ের আরাধনা,পূজা সহ নানা আয়োজন।




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন