![]() |
ছবিটি-- বিরেন্দ্র বিজয় রায় চৌধুরী বাড়ী'র পুজা মন্ডপ,ভোলা থেকে তোলা। |
গোপাল চন্দ্র দে ॥
আজ ২৮ সেপ্টেম্বর ১১ আশ্বিন (বৃহস্পতিবার) সকাল থেকেই মন্ডপে মন্ডপে চলছে অষ্টমী পূজোর নানান আয়োজন। পুরাহিতরা ব্যস্ত দেবীর অর্চনা ও পূজায় আজ বিভন্ন মন্ডপে অনুষ্ঠিত হবে দেবীর অঞ্জলি।
২৬ সেপ্টেম্বর ৯ আশ্বিন (মঙ্গলবার) দেবী দুর্গার আমন্ত্রন ও অধিবাস (ষষ্ঠী পূজা)’র মাধ্যমে সন্ধ্যায় শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা। রয়েছে ৪ স্তরের নিরবিচ্ছিন্ন নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করা হয়েছে।
এদিকে পূজো উপলক্ষ্যে মন্ডপগুলো সেজেছে হরেক আলোক সজ্জার সাজে। গতকাল থেকে দর্শনার্থীদের মন্ডপ পরিদর্শন শুরু হয়েছে।
আয়োজকদের দাবী আজ থেকেই শুরু হবে দলে দলে দর্শণার্থীদের মন্ডপ পরিদর্শন।
অন্যদিকে আজ মহাষ্টমী পূজা উপলক্ষ্যে সকাল থেকে মন্ডপে মন্ডপে চলছে পূজা পাঠ, মায়ের অর্চনা,পূজা সহ নানা আয়োজন।