স্টাফ রিপোর্টার ॥
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, উন্নয়নের জন্যই মানুষ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় দেখতে চায়। তারা আওয়ামী লীগকে ভোট দিবে। বর্তমান সরকারের আমলে গ্রাম শহরে রূপান্তরিত হয়েছে। গ্রামের মানুষ ভালো আছেন। আগামী নির্বাচন যথা সময়ে নির্বাচিত হবে। ওই সময় বর্তমান সরকারই ক্ষমতায় থাকবে। নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে ভোলার বাংলাবাজারে মায়ের নামে প্রতিষ্ঠিত ফাতেমাখানম বৃদ্ধাশ্রম পরির্দশন, নির্মানাধিন মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিমায়কালে তিনি এসব কথা বলেন।
এ ছাড়াও তিনি ভোলায় নিজ বাসভবনে শারদীয়দুর্গা পূজার বিষয়ে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। মন্ত্রী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দু’দিনের সফরে বৃহস্পতিবার ভোলায় আসেন। দুর্যোগ আবহাওয়ার কারনে নির্ধারিত অনেক মন্ডপে যেতে পারেননি। এমন কারনে জেলাপূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করে হিন্দু জনগোষ্ঠীকে শারদীয় শুভেচ্ছা জানান। এর আগে মন্ত্রীর পক্ষ থেকে প্রতি মন্ডপকে ৪০ হাজার টাকা করে প্রদান করা হয়। এ ছাড়া প্রতি মন্ডপ আয়োজকদের শারদীয় উপহার হিসেবে বস্ত্র দেন মন্ত্রী। পূজা উদযাপন নেতৃবৃন্দের সঙ্গে বৈঠককালে মন্ত্রী বলেন, ছোটবেলা থেকে এ অঞ্চলের মানুষ সবাই সবার সব অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে দেখেছি। এটা সামাজিক বন্ধন। সামাজিক বন্ধন দৃঢ় হলে সমাজে শান্তি বিরাজ করে। সন্ত্রাস হানাহানি কমে যায়। তাই আমাদেরকে সামাজিক বন্ধন দৃঢ় করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোকতার হোসেন, উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে প্রমুখ।