আদিল হোসেন তপু ॥
হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার উপলক্ষে বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের পক্ষ থেকে ভোলা সদর উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোলা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবদুল মমিন টুলুর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ওয়েষ্টার্নপাড়ার মিহীরলাল শাহ পূজা মন্ডপ ও অজিত কুমার মন্ডপসহ বিভিন্ন পৌরসভার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা চেয়ারম্যান সভাপতি আলহাজ্ব মোশারেফ হোসেন, সদর উপজেলা আ’লীগের সম্পাদক ও জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মোঃ আজিজুল ইসলাম, জেলা আ’লীগের প্রচার সম্পাদক মোঃ ইলিয়াছ, পৌর আ’লীগের সভাপতি নজিবুল্লাহ নাজু, জেলা যুবলীগ নেতা টুটুল, শিক্ষক নেতা আবু তাহের, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, সম্পাদক গৌরঙ্গ চন্দ্র দে প্রমুখ। এসময় নেতৃবৃন্দ ভক্তদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোজখবর নেন।
জেলা আ’লীগ সম্পাদক আবদুল মমিন টুলু বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দেশ। বর্তমান সরকার ধর্ম-বর্ন নির্বিশেষে যার যার ধর্ম পালনে সর্বাত্মক সহযোগীতা করে আসছে। তাই দেশের সর্বত্র শান্তিপূর্ণভাবে হিন্দু ধর্মালম্বীরা শারদীয় দূর্গা পূজা পালন করে যাচ্ছে। এসময় তিনি বলেন, ভোলার মাটি ও মানুষের নেতা বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ভোলায় এসেছিলেন। হঠাৎ বানিজ্যমন্ত্রী স্ত্রী অসুস্থ্য হওয়ায় তিনি ঢাকা চলে যান।
এসময় বক্তারা বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর পক্ষে হিন্দু ধর্মালম্বীদেরকে শারদীয় শুভেচ্ছা জানান।