২১ ঘন্টা পর মনপুরায় অর্ধলক্ষ টাকায় মুক্তিপনে উদ্ধার অপহৃত জেলে


মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় অবশেষে ২১ ঘন্টা পর অর্ধলক্ষ টাকা মুক্তিপনের বিনিময় উদ্ধার হল অপহৃত জেলে আবু তাহের মাঝি।

মঙ্গলবার রাত ৯ টায় জলদস্যুরা মুক্তিপনের টাকা পেলে অপহৃত জেলেকে চরনিজাম রেখে যায়। পরে চরনিজাম থেকে ট্রলার করে আবু তাহের মাঝিকে মনপুরা নিয়ে আসা হয়।


উদ্ধার হওয়া জেলের আড়তদার বাবুল মাতাব্বর সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে জানান, জলদস্যুদের কাছে অর্ধলক্ষ টাকা দিলে দস্যুরা অপহৃত আবু তাহের মাঝিকে চরনিজাম রেখে যায়। পরে ট্রলারযোগে মনপুরা নিয়ে আসা হয়। তবে তিনি জলদস্যুরা কিভাবে মুক্তিপনের টাকা পেলো এবিষয়ে বলতে রাজি হয়নি।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান যুগান্তরকে জানান, অপহৃত জেলে মনপুরায় ফিরে এসেছে। তিনি মুক্তিপনের বিষয়টি জানেনা। তবে তিনি দাবী করেন পুলিশের অভিযানে দিশেহারা হয়ে দস্যুরা অপহৃত জেলেকে রেখে যান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন