গোপাল চন্দ্র দে॥
ভোলায় আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) বুধবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের পক্ষ থেকে শারদীয় দুর্গোউৎসেবর শুভেচ্ছা জানানোর পাশাপাশি শারদীয় উপহার বিতরণ করা হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন সভাপতি দুলাল চন্দ্র ঘোষ , পূজা উদযাপন পরিষদের সম্পাদক জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, পূজ্ াউদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রবিশ্বর হাওলাদার, যুগান্তর জেলা প্রতিনিধি অমিতাভ অপু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্ত ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক জয় দে, সাংগঠনিক সম্পাদক রাজন সাহা, উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক অচিন্ত্য মজুমদার , গন-সংযোগ সম্পাদক মিঠু দে মন্ডপ কমিটির সভাপতি ডাঃ নারায়ন চন্দ্র মন্ডল, বাপ্তা সুধাংষু চন্দ্র দে প্রমুখ ।
এর আগে বাণিজ্যমন্ত্রী মোবাইল ফোনে শারদীয় শুভেচ্ছা জানান। একই সঙ্গে শুভেচ্ছা জানান, জেলা আওয়ামী লীগের সম্পাদক জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। অপরদিকে আগের সন্ধায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে ওয়েষ্টানপাড়া মিহিরলাল সাহা বাড়ি মন্ডপের নানামুখি প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাং সেলমি উদ্দিন, পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন ।
এবার বাণিজ্যমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে সদর উপজেলার ২৫টি মন্ডপকে প্রথমে ৩০ হাজার টাকা করে অনুদান দেন। এ ছাড়া সরকারিভাবে দেয়া হয় ৫শ কেজি করে চাল। মন্ত্রী বিদেশ সফর শেষে দেশে ফিরে গতকাল সকল পূজামন্ডপের খোজখবর নেন। পূজা পরিষদের নেতারা গ্রামে গ্রামে গিয়ে মন্ডপ এলাকার দরিদ্র্যদের মাঝে মন্ত্রীর উপহার পৌছে দেন। গতকাল পূজার সপ্তমীতে সকালে অর্চনা নেন ভক্তরা। গতবাল পর্যন্ত জেলার ১০৩টি মন্ডপের মধ্যে প্রতিমা ও নান্দনিক শিল্পে সেরা মন্ডপ হিসেবে বাছাই করা হয়েছে মদনমোহন মন্দির মন্ডপকে। মদনমোহন মন্দির কমিটির সম্পাদক বিপ্লব পাল কানাই জানান, এ মন্ডপে পূজার পাশাপাাশি রয়েছে গুনের বিচারে সেরা নারী প্রতিযোগিতা, আরতি প্রযোগিতা, জ্ঞানের কুইজ প্রতিযোগিতা ও চন্ডিপাঠের আসর। এ ছাড়া ওয়েষ্টানপাড়া মিহিরলাল সাহা বাড়ি মন্ডপ. শতদল বিকাশ মন্ডপ, অনুজকাহালী মন্ডপ, মজুমদারবাড়ি মন্ডপ, বাপ্তা শক্তিসংঘ মন্ডপ, পাঁচতহবিল মন্ডপ, বৈদ্যবাড়ি মন্ডপ, লক্ষ্মীগোবিন্দ মন্দির মন্ডপ, বাপ্তা কালীমন্দির মন্ডপ, কবিরাজবাড়ি মন্ডপে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।