6/recent/ticker-posts

রোহিঙ্গা হত্যার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল -হাজার হাজার মুসল্লির অংশগ্রহন



এম মইনুল এহসান ॥
মিয়ানমারে আরাকানে রোহিঙ্গা মুসলমানদের উপর বৌদ্ধ সন্ত্রাসী ও সরকারের মদদপুষ্ট সেনাবাহিনী কর্তৃক রাষ্ট্রীয় ভাবে নির্যাতন, গনহত্যা,  অগ্নিসংযোগ, গণধর্ষনের প্রতিবাদে এবং মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার দাবীতে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন ভোলা জেলা শাখা।



সোমবার আছর বাদ হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গনে ইসলামী আন্দোলন ভোলা জেলা সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ শুরু হয়।  এসময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ভোলা পৌর সভাপতি মাও. আতাউর রহমান, ইসলামী  শ্রমিক আন্দোলনের  সম্পাদক মাও: গোলাম মোরশেদ, ইসলামি আন্দোলন ভোলা জেলার প্রচার সম্পাদক মাওঃ মুহাঃ ইউসুফ আদনান, ইসলামি যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাও. শোয়াইব,ইশা  ছাত্র আন্দোলনের সভাপতি সৈয়দ ইমরান হোসেন প্রমূখ। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সদর রোড, বাংলা স্কুল মোর, প্রেসক্লাব, নতুন বাজার প্রদক্ষিন করে টাউন হল চত্বর এসে শেষ হয়। এসময় বিক্ষোভ সমাবেশ ও রোহিঙ্গা মুসলমানদের হেফাজতের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।  এসময় বক্তব্য ইসলামী আন্দোলনের ভোলা জেলা সহ-সভাপতি মাও: তাজউদ্দিন ফারুকি, ইসলামী আন্দোলন ভোলা জেলার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাও: তরিকুল ইসলাম।

বক্তরা বলেন  বলেন, মায়ানমার সরকার  আরাকান রাজ্যে হাজার বছর ধরে বসবাসকারী রোহিঙ্গা মুসলিমদের ভিটা মাটি হীন করার জন্য দীর্ঘ দিন ধরে ষরযন্ত্র করে আসছে। তাদের নাগরিকত্ব কেরে নিয়ে মায়নমার সরকার মানবতা বিরুধী অপরাধ করেছে । রোহিঙ্গা  সমস্যার সমাধান না করে কয়েকদিন পরপর রোহিঙ্গা মুসলমানদের উপর অমানুষিক নির্যাতন, হত্যা ও তাদের ঘর-বাড়ি জ্বালিয়ে বারবার মানবিক বিপর্যয় ঘটাচ্ছে। এরপরও জাতিসংঘ বাস্তবধর্মী কোনো পদক্ষেপ নিচ্ছে না। শান্তিতে নোবেল পাওয়া অং সান সুচির মদদে মিয়ানমার সেনাবহিনি মুসলমানদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে । মিয়ানমারে সুচি সরকারের সেনাবাহিনী ও তার লেলিয়ে দেওয়া জঙ্গি কর্তৃক নিরীহ মুসলিম সম্প্রদায়ের উপর ইতিহাসের জঘন্যতম হত্যা, নির্যাতন, নিপীড়ন ও ঘর বাড়ি জ্বালিয়ে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে তা দেখে কোন মানবতাবাদী চুপ থাকতে পারেনা। যারা মানবতার দোহাই দিয়ে বিবেক বিক্রি করে নিজেদের বড় বড় মানবতাবাদী প্রমাণ করতে চান, তাদের সচেতন জনতা চিহ্নিত করে ফেলেছে।
বক্তারা  আরো বলেন র্দীঘ কয়েক যুগে জাতিসংঘ রোহিঙ্গা সমস্যা সমাধান না করে আবারো প্রমাণ করেছে তারা মুসলমানের পক্ষে না । তাই বক্তারা রোহিঙ্গা সমস্যা সমাধান করার জন্য মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ হওয়ার  জানন ।

Post a Comment

0 Comments