ভোলায় পুলিশি বাঁধার মুখে যুবদল নেতা-কর্মীরা। |
ভোলা টুডে রিপোর্ট॥
ভোলায় মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে প্রতিবাদ সভা করেছে জেলা যুবদলের নেতা-কর্মীরা। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ও অবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে এ প্রতিবাদ সভা করেছে।
সকাল সাড়ে ১০টার দিকে শহরের মহাজনপট্টির জেলা যুবদল কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তৃতা করেন জেলা যুবদল নেতা ইয়ারুল আলম লিটন, জামাল উদ্দিন লিটন, আব্দুল কাদের সেলিম, মনির উদ্দিন, পলাশ প্রমূখ। যুবদলের সভা চলাকালে সহকারি পুলিশ সুপার শেখ সাব্বির হোসেন ও ভোলা সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবিরের নেতৃত্বে বিপুল সংখ্যক থানা পুলিশ ও ডিবি পুলিশ যুবদল কার্যালয়ের সামনে অবস্থান করেন।
প্রতিবাদ সভা শেষে বেলা সাড়ে ১১টার দিকে যুবদল নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে তারা পুলিশের বাঁধার মুখে পড়ে। এ সময় পুলিশি বাঁধায় শেষ পর্যন্ত বিক্ষোভ মিছিল না করে দলীয় নেতা-কর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে অবস্থান নেন। তবে, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ভোলা সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবির জানান, যুবদল নেতা-কর্মীরা শান্তিপূর্ণ সভা শেষ করে বিএনপি কার্যালয়ে চলে যায়। তাদের সভায় পুলিশ কোন বাঁধা দেয়নি। এ ছাড়া যুবদল শহরে কোন ধরনের মিছিল করার চেষ্টা করেনি।
0 Comments